ভারত বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলে কোচসহ বেশ কিছু পদ খালি রয়েছে। এই শূণ্য পদ গুলো পূরণ করতে গেল মাসে জাতীয় দলে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের ইন্টারভিউ নেয়া হবে আজ।
জানা যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ স্টুয়ার্ট ল আবেদন করেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার জন্য। আজ তারও ইন্টারভিউ দেয়ার কথা রয়েছে। জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।ব্যাটিং কোচের জন্য আবেদন করেছেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ তুষার ইমরান।
তুষার প্রথম শ্রেণীর ক্রিকেটে দেশের সর্বাধিক রান সংগ্রাহক এই ক্রিকেটারের অধীনে বেশ কিছু তরুণ ক্রিকেটারের উত্থান ঘটেছে। বর্তমানে তিনি চলতি বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচের দায়িত্বে আছেন। এর আগে সিলেটের হয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই ক্রিকেটারের।
এদিকে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে অতীতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে স্টুয়ার্ট লর। ২০১২ সালে তার অধীনেই এশিয়া কাপে দারুন করেছিল বাংলাদেশ দল। সেবার ফাইনালে গিয়ে পাকিস্তানের কাছে ২ রানে হেরেছিল টাইগাররা। এছাড়াও গেল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ এই লর হাত ধরেই।
বোলিং কোচ হওয়ার দৌড়ে আবেদন করেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার শন টেইট। এর আগে আফগানিস্তান ও পাকিস্তানের বোলারদের দায়িত্ব পালন করেছিলেন তিনি। এবার তাসকিনদের উন্নতিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন টেইট। হাই-পারফরমেন্স টিমের দায়িত্বে থাকা কলি কলিমরও আবেদন করেছেন একই পদে।
ব্যাটিং বোলিংয়ের পদ নিয়ে আজ আলোচনা হলেও স্পিন কোচের বিষয়ে কোনও সুরাহা হওয়ার সম্ভাবনা কম। জাতীয় দলের চুক্তি বর্ধিত করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই লঙ্কান কোচ। তাই আপাতত জাতীয় দলে স্পিন কোচের খোঁজে আছে বিসিবি।
আরও পড়ুন: রাজকোট টেস্টে ভারতের সামনে কঠিন পরীক্ষা
ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৪/এফএএস