Connect with us
ক্রিকেট

মাশরাফিকে দল থেকে বাদ দিতে সিলেটকে শিক্ষার্থীদের আল্টিমেটাম

ultimatum to remove Mashrafee from Sylhet strikers
মাশরাফিকে বাদ দিতে প্রতিবাদ। ছবি- সংগৃহীত

গেল কিছুদিন যাবত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ-প্রতিবাদ চলছিল সাকিবের বিরুদ্ধে। যার ফলশ্রুতিতে দেশে এসে শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলার স্বপ্ন তার অনেকটাই ধূলিসাৎ হয়ে গেছে। সেই ঘটনার রেশ না কাটতে এবার মাশরাফির বিরুদ্ধে সরব আন্দোলনে সিলেটের শিক্ষার্থীরা।

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্স আবারও দলে ভিড়িয়েছে অভিজ্ঞ ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে। তবে এরই মধ্যে মাশরাফিকে দল থেকে বাদ দিতে সিলেট স্ট্রাইকার্সকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম বেধে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক ও সিলেটের শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট মহানগরের রিকাবীবাজার জেলা স্টেডিয়াম গেটের সামনে মাশরাফির কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদী শিক্ষার্থীরা। সেই বিক্ষোভে অংশ নিয়েছিল স্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ও সাধারণ জনগণ।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমন্বয়ক হাফিজুল ইসলাম বলেন, ‘দেশের মানুষ যখন স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে মাঠে ছিল তখন মাশরাফি আমাদের পাশে ছিলেন না। এমনকি তিনি ফ্যাসিস্টদের সহযোগী হয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। স্বাধীন দেশে আওয়ামী দোসরদের কোনো স্থান হবে না।’

আরও পড়ুন:

» ‘সেরাদের সেরা’ পুরস্কার জিতে যা বললেন মেসি

» পাকিস্তানকে হারিয়ে সাফে শুভ সূচনা করল ভারত

তিনি আরও বলেন, ‘মাশরাফি সিলেটে আসতে পারবে না। শাহজালালের এই পূণ্যভূমি সিলেটে কোনো স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের আসতে দেওয়া হবে না।’ এ সময় অন্যান্য শিক্ষার্থীরাও জানান, মাশরাফি নামটা ছিল তাদের কাছে আবেগের। তবে সেই আবেগ নিজেই নষ্ট করেছেন সাবেক এই টাইগার ক্রিকেটার।

শিক্ষার্থীরা বলেন, ‘হাসিনা যখন আমাদের ভাইদের গুলি করে নির্বিচারের হত্যা করেছে, তখন তিনি প্রতিবাদ না করে নীরব ভূমিকা পালন করেছে এবং খুনি হাসিনাকে সমর্থন করেছে। এটা আমরা মেনে নেব না। মাশরাফিকে বাদ দিয়ে সিলেটের দল গঠনে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি আমরা। তা না হলে কঠোর আন্দোলনে সিলেট স্ট্রাইকার্সকে বয়কট করা হবে।’

» আল নাসরের ম্যাচসহ আজকের খেলা (১৮ অক্টোবর ২৪)

ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট