নিজ দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। খেলেছেন কয়েকটি বিশ্বকাপও। তবে এবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণায় দিয়ে বসলেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। চোখের জলে জানিয়ে দিলেন আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের হয়ে আর খেলবেন না।
সোমবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে জীবনের সবচেয়ে আবেগময় সিদ্ধান্তের কথা জানান এই তারকা ফুটবলার। ৩৭ বছর বয়সী উরুগুইয়ান তারকা জানিয়েছেন, বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে তিনি শেষ ম্যাচটি খেলবেন।
বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে প্যারাগুয়ের বিপক্ষে খেলার মাধ্যমেই আন্তর্জাতিক ফুটবলের ইতি টানবেন তিনি। এরপর আর উরুগুয়ের জার্সি গায়ে মাঠে নামবেন না এই স্ট্রাইকার। ৭ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে সুয়ারেজ ও তার দল। ওটাই তার শেষ ম্যাচ।
আরও পড়ুন :
» পিন্ডি টেস্টের পঞ্চম দিন নিয়ে সুখবর শোনালেন রমিজ রাজা
» খেলাধুলায় তরুণদের আগ্রহ বাড়াতে ব্যবস্থা নেবে ক্রীড়া মন্ত্রণালয়
অবসরের সিদ্ধান্ত নিয়ে সুয়ারেজ বলেন, ‘বলতে হৃদয় ভেঙে যাচ্ছে। তবু জানাচ্ছি, আগামী শুক্রবারই (বাংলাদেশ সময় শনিবার) জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলব আমি।’
এসময় কান্না জড়িত কণ্ঠে সুয়ারেজ আরও বলেন, সৌভাগ্যবশত, আমি আত্মবিশ্বাসী যে, জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। কারণ, আমি একটি নতুন কোনো জায়গায় যেতে চাই। আমার বয়স ৩৭ বছর। আমি জানি যে পরের বিশ্বকাপে যাওয়া খুব কঠিন। এটা আমাকে অনেক সান্ত্বনা দেয় যে, আমি নিজে অবসর নিতে পারছি।
এর আগে ২০০৭ সালে জাতীয় দলে অভিষেক হয় সুয়ারেজের। উরুগুয়ের জার্সিতে এখন পর্যন্ত ১৪২ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছে দেশের হয়ে সর্বাধিক ৬৯টি। জাতীয় দল থেকে অবসর নিলেও ইন্টার মায়ামির হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। এর আগে বার্সেলোনার হয়েও মেসির সঙ্গে জুটি বেঁধেছিলেন।
ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৪/এজে