বুধবার ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলের ক্লাব গ্রেমিওর হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লুইস সুয়ারেজ। এরই মধ্য দিয়ে ব্রাজিলে শেষ হলো সুয়ারেজের অধ্যায়। বিদায়ী ম্যাচে তার জোড়া গোলে ভর করে ফ্লুমিনেন্সকে ৩-২ গোলে হারিয়েছে তার দল।
গ্রেমিও এই জয়ের মাধ্যমে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে। চ্যাম্পিয়নশিপের প্রথম স্থানে রয়েছে পালমেইরাস। তারা গ্রেমিও থেকে দুই পয়েন্টে এগিয়ে।
ম্যাচের ৪৩তম মিনিটি প্রথম গোল করেন উরুগুয়ান ফুটবল আইকন সুয়ারেজ। এরপর ৬৪তম মিনিটে পেলান্টি থেকে করেন দ্বিতীয় গোল।
কদিন আগেই ব্রাজিলিয়ান ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন সুয়ারেজ। যদিও দুই বছরের চুক্তিতে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে খেলতে গিয়েছিলেন তিনি। তবে ব্যস্ত সূচির কারণে এক মৌসুম পরেই বিদায় নিলেন। এরপর কোন ক্লাবের হয়ে খেলবেন তা নিয়ে কিছু জানাননি সাবেক বার্সা ফরোয়ার্ড। তবে গুঞ্জন উঠেছে ইন্টার মায়ামিতে বন্ধু লিওনেল মেসির সাথে আবারো মাঠ মাতাতে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন: কে হবে আফ্রিকার সেরা ফুটবলার?
ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৩/এমএ