Connect with us
ফুটবল

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ধাপে সাফল্য

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে সাফল্য অর্জনকারী দল

সিঙ্গাপুরকে উড়িয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে পা দিয়ে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। বিমান বন্দরে যুব বাঘিনীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে।

সোমবার সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার যুব বাঘিনীদের ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও দলের সবাইকে মিষ্টিমুখ করান।

এর আগে রবিবার সিঙ্গাপুরের জিলান বাসার স্টেডিয়ামে রাউন্ড-১ এ ডি গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে ফলে আসরের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

রাউন্ড-১ এ আটটি গ্রুপে ২৯টি দেশ অংশগ্রহণ করেছে। এই আট গ্রুপের চ্যাম্পিয়ন দল রাউন্ড-২ এর বাছাই পর্ব খেলবে। আগামী ১৬-২৪ সেপ্টেম্বর আট দল দুই গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড-২ এর বাছাই খেলবে।

রাউন্ড-২ এর গ্রুপিং ও ভেন্যু পরবর্তীতে নির্ধারণ করা হবে। রাউন্ড-২ এর দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল আগামী বছরের ৭-২০ এপ্রিল ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলবে।

বাছাই পর্ব পেরিয়ে যাওয়া চার দল খেলবে চূড়ান্ত পর্বে। এছাড়া স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে জাপান, চীন ও উত্তর কোরিয়া সরাসরি খেলবে।

আরও পড়ুন: মেসির এক পোস্ট ঘিরে যত জল্পনা

ক্রিফোস্পোর্টস/১মে২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল