Connect with us
ফুটবল

নেইমারের হাটুতে সফল অস্ত্রোপচার, কোপায় খেলার সম্ভাবনা কতটুকু?

Neymar Jr
নেইমার। ছবি- সংগৃহীত

নেইমারের হাটুতে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে আরো কয়েক মাস। ঠিক কত মাস লাগবে তা পুরোপুরি নিশ্চিত না হওয়ায় আগামী বছরের কোপা আমেরিকায় এখনো অনিশ্চিত এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

প্রতিটি ফুটবলার একটি দুঃস্বপ্নের নাম ইনজুরি। আর এই দুঃস্বপ্নই বারবার নেইমারের বাস্তবে রূপ ধারণ করে। প্রতিটি মৌসুমেই তিনি ছোট-বড় ইনজুরির সম্মুখীন হন। গত সাত মাসের ব্যবধানে ইনজুরির কারণে দুইবার অস্ত্রোপচার করতে হয়েছে তাকে।

বৃহস্পতিবার ব্রাজিলের বেলো হরিজন্তের হাসপাতালে তার অস্ত্রোপ্রচার সম্পন্ন করা হয়েছে। ব্রাজিল জাতীয় দলের ডাক্তার রদ্রিগো লাসমার এই অস্ত্রোপচারটি সম্পন্ন করেন। তিনি এর আগেও ২০১৮ সালে নেইমারের আরেকটি অপারেশন করেছিলেন।

লাসমার জানান, অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলাফল নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। নেইমারের ঠিক হতে আরো ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় লাগবে।

নেইমার হাসপাতাল থেকে বের হওয়ার পর তার রিকভারি সেশন শুরু হবে। আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে আগামী বছর শুরু হতে যাওয়া কোপা আমেরিকাতে তাকে পাওয়া যাবে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এর আগে গত ১৭ই অক্টোবর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয় ব্রাজিল। পরাজয়ের ওই দিনে ম্যাচের ৪৪ মিনিটের মাথায় চোট পান নেইমার। প্রথমে মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও তা কোন কাজে লাগেনি। পরে স্ট্রেচারে চড়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন সাবেক এই পিএসজি ফরোয়ার্ড।

আরও পড়ুন: দ্বিতীয় মেয়াদে হাথুরুকে ফেরানো কি ভুল সিদ্ধান্ত ছিল?

ক্রিফোস্পোর্টস/০৩নভেম্বর২৩/এমটি

 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল