Connect with us
ফুটবল

পিএসজি তারকা নেইমারের পায়ে সফল অস্ত্রোপচার

গতকাল শুক্রবার সকালে পিএসজি তারকা নেইমারের পায়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, ব্রাজিলিয়ান সুপারস্টারের অস্ত্রোপচার সফল হয়েছে, আপাতত তিনি বিশ্রামে আছেন।

পিটার ডি’হগে, জেমস কেলডার এবং ডা. রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে দোহার এসপেতার হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়েছে। এখন তাকে বিশ্রামে থেকে নিয়মের মধ্য দিয়ে যেতে হবে।

ইনজুরি আর নেইমার যেন সমার্থক শব্দ। সর্বশেষ চোটে পড়েছেন গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে খেলতে গিয়ে। ওই ম্যাচে প্রতিপক্ষের এক ট্যাকেলে গোড়ালি মচকে যায় নেইমারের।

ওই ম্যাচে পিএসজি ৪-৩ ব্যবধানে জেতে। গোড়ালি যেভাবে বাঁকা হয়ে যেতে দেখা গেছে, তখনই বোঝা যাচ্ছিল, নেইমারের চোট বেশ গুরুতর।

এরপর ক্লাব পিএসজির পক্ষ থেকে জানানো হয়, চোটের জন্য নেইমারের অস্ত্রোপচারই করানো লাগবে। ফলে আগামী ৩ থেকে ৪ মাস মাঠে নামতে পারবেন না তারকা এই ফরোয়ার্ড।

আরও পড়ুন: মেসির যে কথা কাঁদিয়েছিল মার্টিনেজকে

ক্রিফোস্পোর্টস/১১মে২০২৩/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল