ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে রঞ্জি ট্রফি সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্য লালিত। প্রত্যেক মৌসুমেই কোনো না কোনো রেকর্ড যুক্ত হয় রঞ্জি ট্রফিতে। এবার রঞ্জি ট্রফির ইতিহাসে এমন ঘটনা ঘটলো যা আগে কখনও ঘটেনি। আকাশ-জলজ নামে দুই ক্রিকেটার পৃথক ম্যাচে ৯ উইকেট করে নিয়ে অনন্য এই নজির গড়েছেন।
তবে রঞ্জি ট্রফির ইতিহাসে শুধু ৯ উইকেট নয় বরং ১০ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে—তাও আবার একাধিক। কিন্তু এক আসরে এক সঙ্গে দুজনের ৯ উইকেট করে নেওয়ার ঘটনা এটিই প্রথম।
অনন্য এই নজির গড়া আকাশ পান্ডে রেলওয়েজের হয়ে গোয়ার বিপক্ষে খেলা ম্যাচে দুর্দান্ত এই বোলিং করেন। ম্যাচে ৭১ রান দিয়ে ৯টি উইকেট শিকার করেছেন তিনি।
অপরদিকে একই আসরে দুদিন আগের ম্যাচে কেরলের হলে জলজ সাক্সেনা বাংলার বিপক্ষে এই রেকর্ড গড়েন। মাত্র ৬৮ রান খরচ করে তিনি তুলে নেন ৯টি উইকেট।
রঞ্জি ট্রফির ইতিহাসে এ পর্যন্ত ৮ জন ক্রিকেটার এক ইনিংসে ৯টি উইকেট শিকার করার রেকর্ড গড়েছেন। এছাড়া দুজন ১০ উইকেট করে নিয়েছেন। এবারের আসরটিতে গড়া নয়া রেকর্ড আগে কখনো হয়নি।
১০ উইকেট নেওয়া দুই বোলার হলেন;
নাম | আসর | দল | প্রতিপক্ষ | রেকর্ড |
প্রেমাংশু চট্টোপাধ্যায় | ১৯৫৬-৫৭ | বাংলা | আসাম | ২০ রানে ১০ উইকেট |
প্রদীপ সুন্দরম | ১৯৮৫-৮৬ | রাজস্থান | রিদর্ভ | ৭৮ রান দিয়ে ১০ উইকেট |
৯ উইকেট নেওয়া দুই বোলার হলেন;
নাম | আসর | দল | প্রতিপক্ষ | রেকর্ড |
হায়দর আলি | ১৯৬৯-৭০ | রেলওয়েজ | জম্ম-কাশ্মীর | ২৫ রানে ৯ উইকেট |
আশিস জাইদি | ১৯৯৯ | উত্তরপ্রদেশ | রিদর্ভ | ৪৫ রানে ৯ উইকেট |
ফয়জল শেখ | ২০০২-০৩ | গোয়া | সার্ভিসেস | ২৯ রানে ৯ উইকেট |
অঙ্কিত চহ্বন | ২০১২-১৩ | মুম্বাই | পঞ্জাব | ২৩ রানে ৯ উইকেট |
সঞ্জয় যাদব | ২০১৯ | মেঘালয় | নাগাল্যান্ড | ৫২ রানে ৯ উইকেট |
ফেইরোইজম জোটিন সিংহ | ২০২২ | মণিপুর | সিকিম | ৬৯ রানে ৯ উইকেট |
আকাশ পান্ডে এবং জলজ সাক্সেনা | ২০২৩-২৪ | রেলওয়েজ, কেরল | গোয়া, বাংলা | ৭১ রানে ৯ এবং ৬৮ রানে ৯ উইকেট |
আরও পড়ুন: নারী বিশ্বকাপ বাংলাদেশে, সংস্কার হচ্ছে দুইটি ভেন্যু
ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৪/এসএ