Connect with us
ফুটবল

আচমকা দুঃসংবাদ, শেষ মুহূর্তে স্থগিত বার্সেলোনার ম্যাচ

Barcelona Disappointed
বার্সেলোনা। ছবি- সংগৃহীত

লা লিগায় নিজেদের শীর্ষস্থান ধরে রাখার জন্য গতকাল শনিবার রাতে ওসাসুনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল বার্সেলোনার। ম্যাচ শুরু হতে যখন ২০ মিনিট বাকি তখন আচমকা শোনা যায়, আজ আর হচ্ছে না খেলা। মাঠে থাকা হাজার হাজার দর্শক হলেন হতাশ। তবে ম্যাচ স্থগিতের কারণ জেনে বড় ধাক্কাই খেয়েছে বার্সা সমর্থকরা।

কেননা খবর এসেছে বার্সেলোনার মূল দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া মারা গেছেন। যিনি দীর্ঘ ৮ বছর যাবত দলটির অংশ হয়ে রয়েছেন। ৫৩ বছর বয়সী এই চিকিৎসক মূল দলের দায়িত্ব নেন গত গ্রীষ্মে, এর আগে তিনি কাজ করেছেন ক্লাবটির ফুটসাল দলে।

এক বিবৃতি দিয়ে বার্সেলোনা জানিয়েছে, ‘আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আজ (গতকাল স্থানীয় সময়) সন্ধ্যায় আমাদের প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া মৃত্যুবরণ করেছেন। এই দুঃখজনক ঘটনার কারণে ওসাসুনার বিপক্ষে ম্যাচ স্থগিত করা হয়েছে। পরে ম্যাচটির নতুন সূচি নির্ধারণ করা হবে। এই কঠিন সময়ে ক্লাব বোর্ড, খেলোয়াড় ও স্টাফরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’


আরও পড়ুন:

» অনুশীলনে চোট পেলেন কোহলি, খেলতে পারবেন ফাইনালে?

» ফাইনাল ঘিরে ৭০০০ কোটির বাজি, ম্যাচের আগে জুয়াড়ি গ্রেপ্তার


এক সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, খেলোয়াড়রা যখন ম্যাচের উদ্দেশ্যে অলিম্পিক স্টেডিয়ামে পৌঁছান, তখনই তাঁরা চিকিৎসকের মৃত্যুর খবর জানতে পারেন। ম্যাচ স্থগিতের বিষয়ে পুরো দল একমত হয়। এরপর বার্সেলোনা কর্তৃপক্ষ লা লিগার সঙ্গে যোগাযোগ করলে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত আসতে দেরি হয়নি।

ক্লাব সভাপতি ও দলের ফুটবলাররা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মিনারো গার্সিয়ার মৃত্যুতে সমবেদনা জানান। স্থগিত হওয়া ম্যাচটির নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এদিকে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লা লিগার তালিকায় শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৬। আর ৫৪ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ।

ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল