চলতি মাসেই শুরু হবে বিশ্বের সবথেকে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। তবে আইপিএল শুরুর ২০ দিন আগেই হঠাত পরিবর্তন হলো সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ। গেল দুই আসর দলের সঙ্গে থাকা ডেল স্টেনের পরিবর্তে উমরান-ফারুকিদের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন জেমস ফ্র্যাঙ্কলিন।
গেল ২০২২ আইপিএল থেকে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ হিসেবে ছিলেন ডেল স্টেইন। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে দলের দায়িত্ব থেকে সরিয়ে নেন এই প্রোটিয়া তারকা বোলার। এতে প্রথমবারের মতো আইপিএলের কোন দলে কোচের দায়িত্বে আসতে যাচ্ছেন এই কিউই অলরাউন্ডার।
হায়দরাবাদের নতুন বোলিং কোচ এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছিলেন ২০১১ ও ২০১২ মৌসুমে। সেই দুই আসরে ২০ ম্যাচ খেলে তিনি করেছিলেন ৩২৭ রান। এছাড়াও হাত ঘুরিয়ে তুলে নেন ৯ উইকেট। আইপিএলে বল হাতে আহামরি কিছু করতে না পারলেও আসন্ন মৌসুমে তাকেই দেওয়া হয়েছে পেস বোলিং কোচের দায়িত্ব।
এছাড়াও জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২৩৩ টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে ব্যাট হাতে ৪ হাজারের বেশি রান করার পাশাপাশি শিকার করেছেন ১১১ উইকেট। যার মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছিল ৩৮ টি। জাতীয় দলের হয়ে সাদা পোশাকে ফেলেছেন ৩১ টেস্ট। আর ওয়ানডে খেলেছিলেন ১১০ ম্যাচ।
বর্তমানে ফ্র্যাঙ্কলিন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের সহকারী কোচ হিসেবে কাজ করছেন। এছাড়াও আগে ডারহামের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে তার। এদিকে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ তার স্বদেশী ড্যানিয়েল ভেটোরি। যার সঙ্গে আগেও কাউন্টি ক্রিকেট ও দা হানড্রেডে কাজ করেছেন ফ্র্যাঙ্কলিন।
আরও পড়ুন: কিউইদের হারিয়ে টেস্ট সিরিজ শুরু করল অস্ট্রেলিয়া
ক্রিফোস্পোর্টস/৩মার্চ২৪/এফএএস