Connect with us
ক্রিকেট

মাঠে নামার আগেই হঠাৎ মাহমুদউল্লাহকে নিয়ে চিন্তা!

Crifo Mahmudullah
প্র্যাকটিস সেশনে কয়েকটি থ্রো করে মাহমুদউল্লাহ। ছবি- ভিডিও থেকে সংগৃহীত

আর কিছু সময় পরই সাগরিকায় মাঠে নামবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজের পর এবার ৫০ ওভারের লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। টাইগারদের ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। কিন্তু এর আগে বাংলাদেশ দলে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে ঘিরে।

গতকাল মঙ্গলবার (১২ মার্চ) দলীয় অনুশীলনে এসেছিলেন রিয়াদ। কিন্তু ব্যাটিং বা বোলিং কোনোটাই করেননি। প্র্যাকটিস শেষে কোচ চন্দিকা হাতুরাসিংহের সঙ্গে আলাপ করেছেন অনেকক্ষণ এরপর ফিরেছেন রুমে। পরে জানা গেছে, আগের সেই কাঁধের চোটে ভুগছেন এই অলরাউন্ডার। আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার মাঠে নামা নিয়ে চিন্তা আছে কীনা তা এখনো জানায়নি টিম ম্যানেজম্যান্ট।

গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘মাহমুদ ভাই দলে যুক্ত হয়েছেন এটা আমাদের জন্য শক্তির ব্যাপার। এটা একটা ভালো দিক। কাল সম্ভাব্য সেরা এগারোজন যারা সুস্থ থাকবেন তারাই খেলবেন।’

এদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আশা জাগিয়েও ২-১ ব্যবধানে হেরেছে শান্তবাহিনী। ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ মুখোমুখি হওয়া ম্যাচে জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে টাইগাররা। জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

আরও পড়ুন: জেনে নিন বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ

ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট