চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে এখনও নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেনি বাংলাদেশ দল। এদিকে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স ভক্তদের খুব একটা ভালো আশা যোগাতে পারছে না বর্তমান দল নিয়ে। ছন্দহীন দল নিয়ে এবার মন্তব্য করেছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
টাইগারদের ব্যর্থতার কারণ হিসেবে সুজন ক্রিকেটারদের স্কিলকে দায়ী করছেন না, বরং দেখছেন মানসিক কারণ। ধারাবাহিকভাবে পারফর্ম করতে না পারায় ক্রিকেটাররা মানসিকভাবে চাপে রয়েছে। এভাবেই খেলতে থাকলে ব্যর্থতার বৃত্ত থেকে বের হওয়ার সম্ভাবনা দেখছেন না এই বিসিবি কর্মকর্তা।
এছাড়া সাম্প্রতিক সময়ে দলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন এ বিসিবি পরিচালক। তবে সবকিছু পেছনে ফেলে বিশ্বকাপে ভালো খেলে দ্বিতীয় রাউন্ডে উঠবে বাংলাদেশ তেমনটাই বিশ্বাস করেন খালেদ মাহমুদ সুজন। গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সুজন বলেন, ‘স্কিলের আমি কোন সমস্যাই দেখি না। আমি মনে করি, এটা মানসিক সমস্যা। যখন আমরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেললাম, তখন তামিম কেন খেলল না? আমার প্রশ্ন এটাই। জিম্বাবুয়ে সিরিজে যে ব্যাটসম্যানটা ভালো রান করেছে, সে তামিম-ই। যদি আপনি না জানেন আপনার সেরা দল কোনটা, তাহলে এটা অবাক করারই কথা।’
টপ অর্ডার ব্যাটারদের ফর্ম নিয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘লিটন, সৌম্য ও শান্ত- এ তিনজনই সফল। যদিও ওদের রান হচ্ছে না, তবে রান হবে এবং বাংলাদেশও ঘুরে দাঁড়াবে। আমি মনে করি, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচই জিতবে এবং দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ খেলবে আমি বিশ্বাস করি।’
এদিকে দল ছন্দে না থাকলেও স্রোতের বিপরীতে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন দলের সিনিয়র সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ। তার বিষয়ে সুজন বলেন, ‘আমার মনে হয় রিয়াদ চাপে খেলতেই বেশি পছন্দ করে। আর ও সবসময় এ চাপেই ক্রিকেট খেলেছে। সে (দল থেকে) বাদ পড়ে আর ঢুকে। তার জন্য শুভকামনা। সে স্রোতের বিপরীতে খেলে নিজেকে প্রমাণ করেছে।’
প্রসঙ্গত, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হয়েছে শান্ত বাহিনী। এছাড়া বিশ্বকাপে নিজেদের একমাত্র ওয়ার্ম আপ ম্যাচেও ভারতের কাছে রীতিমত নাস্তানাবুদ হয়েছে টাইগাররা। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
আরও পড়ুন: ওমানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার
ক্রিফোস্পোর্টস/৬জুন২৪/এফএএস