বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাচন হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু, এটা এখন সবাই জানে। গতকাল সোমবার বিসিবি বোর্ড সভায় এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উঠে এসেছে। তবে যেই নির্বাচন প্যানেল পরিচালিত হয় ক্রিকেট অপারেশন্সের অধীনে, সেই কমিটির ভাইস চেয়ারম্যান হয়েও নতুন নির্বাচক কে হচ্ছেন সে বিষয়ে জানতেন না খালেদ মাহমুদ সুজন।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিসিবি পরিচালক সুজন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুজন দাবি করেন, নির্বাচক নিয়োগ সম্পর্কে কোনো কিছুই জানেন না তিনি। ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান হিসেবে থাকার কোন প্রয়োজন আছে কিনা সে বিষয়েও প্রশ্ন তোলেন।
নতুন নির্বাচন হিসেবে লিপুর নিয়োগ সম্পর্কে প্রশ্ন করলে সুজন বলেন, ‘আমি তো পরিষ্কার করলাম আমি কিছুই জানি না। ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান হয়েও আমি জানিই না, ক্রিকেট অপারেশন্স নির্বাচক নিচ্ছে, কে হচ্ছে। আমার এই পজিশনে থাকার প্রয়োজন কি সেটাও জানি না আসলে।’
তবে গাজী আশরাফ হোসেন লিপুর অন্তর্ভুক্তি নিয়ে অবাক হলেও তার ক্রিকেট মেধা নিয়ে কোনো সন্দেহ নেই সুজনের, ‘লিপু ভাইয়ের অনেক ক্রিকেট মেধা। বাংলাদেশের ক্রিকেটকে অনেকদিন ধরে দেখছেন। জাতীয় দল, আবাহনীর অধিনায়ক ছিলেন তিনি। উনাকে নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। উনি নির্বাচক হতে পারেন বা এমন কিছু আমি আগে শুনিনি।’
তবে ক্রিকেট অপারেশন কমিটির এমন একটা পদে থাকার পরেও এবিষয়ে কোন কিছু না জানায় অবাক তিনি, ‘ব্যাপারটা আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল। আমি নামটা শুনিনি। আমার জন্য অবাক করা কারণ আমি ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান অথচ আমি জানিই না। এটা আমার খুব অবাক লাগল।’
আরও পড়ুন: প্রধান নির্বাচক হওয়া লিপুর ক্রিকেট ক্যারিয়ার কেমন ছিল?
ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৪/এফএএস