আগামী মাসে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সে লক্ষ্যে ইতোমধ্যে চট্টগ্রামে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে টাইগাররা। জাতীয় দলের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প ও পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস ক্রিকেটারদের দেখভালের দায়িত্বে আছেন।
আসন্ন সিরিজে পাক পেসারদের সামাল দিয়ে কিভাবে পাকিস্তানকে টেস্টে বধ করা যাবে ক্রিকেটারদের সেই টোটকা দিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
যদিও টেস্টে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরিসংখ্যান মোটেই সুখকর নয়, বিশেষত তাদের ঘরের মাটিতে। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্ট খেলে জয়হীন বাংলাদেশ। যার মধ্যে ৬ ম্যাচ তো ইনিংস ব্যবধানে হারতে হয়েছে। পাকিস্তানের মাটিতে খেলা সবশেষ সিরিজের পরিণতিও এই একই ছিল।
আরো পড়ুন : প্যারিসে গিয়ে ৫ লাখ ইউরো খোয়ালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি
তাই আসন্ন সিরিজে দলের ব্যাটারদের প্রতি সুজনের আহ্বান, তাদের আরও দায়িত্বশীলতার সঙ্গে ব্যাট করতে হবে। আর ম্যাচ জিততে হলে প্রথম ইনিংসে ভালো করা ছাড়া কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি। এছাড়া ম্যাচ জিততে সুজনের পরামর্শ, দল যেন প্রতিটি সেশনের জন্য আলাদা ভাবে পরিকল্পনা মাফিক খেলে। পাকিস্তানে টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ হবে পাক পেসারদের ঠিকভাবে মোকাবিলা করতে পারাটা।
পাকিস্তান সিরিজকে সামনে রেখে বিসিবির এইচপি আর বাংলাদেশ টাইগার্স দু’টি দলই ব্যস্ত সময় পার করছে প্রস্তুতি ম্যাচ ও অনুশীলনের মধ্য দিয়ে। ব্যাটিং ও পেস বোলিং কোচ ক্রিকেটারদের নজরে রাখলেও সুজনের মতে চট্টগ্রামে হেড কোচ হাথুরুর উপস্থিত থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল।
উল্লেখ্য, টিকিট ও ভিসা সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ে বাংলাদেশে ফিরতে পারেননি শ্রীলঙ্কান এই হেড কোচ।
ক্রিফোস্পোর্টস/২৭জুলাই২৪/এমএস