Connect with us
ক্রিকেট

দুর্দান্ত ঢাকাকে নক-আউট পর্বে তোলার লক্ষ্য সুজনের

Khaled Mahmud Sujan
দুর্দান্ত ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন- সংগৃহীত

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএলের দশম আসর। প্রথম চার আসরের তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা যেন এই আসরেও নিজেদের হারিয়ে খুঁজছে। এই নিয়ে পাঁচবার মালিকানায় পরিবর্তন এনে হারিয়েছে নিজেদের সুসময়। আরো একবার বিপিএলের জন্য সাদামাটা দল গড়েছে ‘দুর্দান্ত ঢাকা’।

ব্যাটিং ইউনিট কিছুটা দুর্বল হলেও একেবারেই সাদামাটা বলা যাবে না ঢাকাকে। তাদের বোলিং ইউনিটের মূল ভরসা দেশের অন্যতম দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। পাশাপাশি কিছু বিদেশী ভালো মানের ক্রিকেটারও রয়েছে তাদের দলে। প্রধান কোচের ভূমিকায় তারা দলে রেখেছে ক্রিকেট আঙ্গনের পরিচিত মুখ খালেদ আহমদ সুজনকে।

বিপিএলকে সামনে রেখে আজ থেকে অনুশীলন শুরু করেছে দুর্দান্ত ঢাকা। আর সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলের অবস্থান তুলে ধরেন দুর্দান্ত ঢাকার এই কোচ। তারকা পূর্ণ দল না হলেও ভালো করার আশা দেখছেন দেশের এই সাবেক ক্রিকেটার। পাশাপাশি জানালেন দলের লক্ষ্যের কথা।

বাস্তবতা মাথায় রেখে সুজন বলেন, ‘যখনই যে দল গড়া হয়, তখনই একটা লক্ষ্য নিয়ে দল গড়া হয়। চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট তো সবসময়ই সবার থাকে। যদি আমি রিয়েলস্টিক চিন্তা করি, তাহলে আমাদের যে শক্তি আছে অবশ্যই প্রথম ধাপটা হচ্ছে নক-আউটে যাওয়া বা সুপার ফোরে থাকা।’

আপাতত সুপার ফোরে যাওয়াকে নিজেদের মূল লক্ষ্য করে ধাপে ধাপে এগনোর কথা জানান তিনি’ প্রথম চারের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ। এটাই প্রথম লক্ষ্য, চ্যাম্পিয়ন তো ভাগ্য লাগে। যদি নক আউটে গিয়ে ভালো খেলেও প্রথম ম্যাচে হেরে যান তাহলে আউট। প্রথম লক্ষ্য সেমি ফাইনাল স্টেজে যাওয়া।’

দুর্দান্ত ঢাকায় বড় ক্রিকেটারের নাম নেই। আর এটাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সুজন, ‘অবশ্যই, আমার কাছে এটাই একটা বড় চ্যালেঞ্জ। কাগজে কলমে সবাই ৬/৭ নম্বর দলই বলবে হয়তোবা। সে হিসেবে আই ডোন্ট মাইন্ড এট অল এরকম একটা দল নিয়েই কাজ করাটা বেশি আনন্দের থাকবে।’

আগামী ১৯ জানুয়ারি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুপুর ২টায় উদ্বোধনী ম্যাচ দিয়ে নিজেদের এবারের বিপিএল মিশন শুরু করবে দুর্দান্ত ঢাকা। পরবর্তী ম্যাচে ২২ জানুয়ারি একই ভাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: প্রথম প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট