ক্রিকেট ইতিহাসে বাঁধাই করে রাখার মত অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। মঙ্গলবার (৭ নভেম্বর) আফগানিস্তানের বিপক্ষে যে অভাবনীয় এক ম্যাচ উপহার দিয়েছেন তিনি তা দীর্ঘদিন মনে রাখবে ক্রিকেট বিশ্ব। ওয়ানডে ইতিহাসে এর আগেও দ্বিশতক হয়েছে, তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় এটিকেই মনে করা হচ্ছে সর্বকালের সেরা ইনিংস।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানের দেওয়া ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯১ রানেই ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। এমন ম্যাচ কোন দল জিততে পারে তাই প্রমাণ করে দিলেন ম্যাক্সওয়েল।
১২৮ বলে ২০১ রানের অতিমনবীয় একটি ইনিংস খেলেন তিনি। তার ইনিংস জুড়ে ছিল ২১ টি চার ও ১০ টি ছয় এর মার। ম্যাচের পরিস্থিতি এবং চোট নিয়ে খেলে যাওয়ার মানসিকতাই অতুলনীয় করে তুলেছে এই ইনিংসটি।
গতকাল পুনেতে গণমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কন্ঠেও শোনা যায় ম্যাক্সওয়েলকে নিয়ে প্রশংসা। দলে খেলোয়াড়দের অনুপ্রেরণা জায়গাতে তিনি বলেন, বাংলাদেশের পক্ষেও সম্ভব ম্যাক্সির মতো এমন ইনিংস খেলা।
ম্যাক্সওয়েলের খেলা ইনিংস নিয়ে সুজন বলেন, ‘অবিশ্বাস্য ইনিংস শুধু বাংলাদেশের ক্রিকেটারদের জন্য না, সারা বিশ্বের জন্য অনুপ্রেরণা পাওয়ার কথা। কত বছরে একবার এমন ইনিংস হবে সেটা আল্লাহ জানে। দুইশ হয়ত অনেকেই মারবে, কিন্তু এই কন্ডিশন থেকে, এই ক্রাইসিস থেকে, নিজের ইনজুরি নিয়ে। আমি যদি ভুল না করি দলের যখন ১০৫ রান লাগে তার মাঝে ওই ১০১ করল। দুইশ রানের মাঝে কামিন্সের ১২ রান। কিন্তু কামিন্সের ইনিংসটাকেও ছোট করে দেখার সুযোগ নেই। সে যেভাবে তাকে গাইড করেছে সেটা দারুণ।’
লের কাছ থেকে ভবিষ্যতে এমন ইনিংস আশা করেন এই সাবেক ক্রিকেটার। সেজন্য করণীয় কী তা নিয়েও কথা বলেন, ‘ক্রিকেটে যে সব কিছু সম্ভব সেটা ম্যাক্সওয়েল বুঝিয়ে দিয়েছে। আমার মনে হয় সেই মোটিভেশন নিয়েই আগামীতে শুরু করা উচিত। ম্যাক্সওয়েল কেন, আমরাও করতে পারি। শুধু দরকার সঠিক ট্রেনিং, সঠিক ফিটনেস এগুলো গুরুত্বপূর্ণ। স্ট্রেন্থ যে কত গুরুত্বপূর্ণ সেটা কালকের ম্যাচে বোঝা গেছে। কোন ফুটওয়ার্ক ছাড়া এত বড় বড় ছয় মারা।’
আরও পড়ুন: এবার ভারতকে হারানোর স্বপ্ন দেখছে নেদারল্যান্ডস
ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৩/এসএস/এজে