টেস্টে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের দখলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে রান তাড়া করে জিতেছিল তারা। এদিকে চেন্নাই টেস্টে বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিক ভারত। এই লক্ষ্যে পৌঁছাতে হলে নতুন ইতিহাস লিখতে হবে টাইগারদের।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ২১৭ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই জয় পেয়েছিল সাকিবরা। চেন্নাই টেস্টে বাংলাদেশের সামনে এরচেয়ে দ্বিগুণ লক্ষ্য। তাই এই টেস্টে বাংলাদেশের জয় পাওয়া অনেকটা অসম্ভব।
ভারতের ৫১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য এখনও ৩৫৭ রান প্রয়োজন টাইগারদের, হাতে আছে ৬ উইকেটে। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান।
আরও পড়ুন:
» মাঠে ঋষভ পন্তের যে প্রস্তাব মেনে নেন নাজমুল শান্ত!
» সিরিয়ার সঙ্গে পারলো না বাংলাদেশের যুবারা
চেন্নাইয়ে চতুর্থ দিনে বাংলাদেশ দলকে নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের পরাজয় অনেকটা সুনিশ্চিত হলেও, তিনি চান বাকি ব্যাটাররা যেন লম্বা সময় ধরে ব্যাটিং করেন।
এ নিয়ে তিনি বলেন, ‘আমি বলবো না ৩০০বা ৪০০ রান করুক। আমি রানের আলোকে চিন্তা করছি না। শান্ত, সাকিব, লিটন ও মিরাজরা এখনো আছে, আমার চাই তারা যেন লম্বা সময় ব্যাটিং করতে পারে।’
দ্বিতীয় ইনিংসে বেশ দ্রুত রান তুলেছে বাংলাদেশ। তবে ১৫৮ রান তুলতে শীর্ষ চার ব্যাটারকে হারিয়েছে দলটি। সুজন মনে করেন রান ঠিক থাকলেও উইকেট বেশি পড়েছে।
তিনি বলেন, ‘তৃতীয় দিনে আমরা যে জায়গায় শেষ করেছি, রানের দিক থেকে চিন্তা করলে সেটা ঠিক আছে। তবে ২টা উইকেট কম পড়লে ভাল হতো। ২ উইকেটে এই রান হলে বলতে পারতাম এটা খুব ভাল জবাব। অন্তত একটি উইকেট কম পড়লেও ভালো বলা যেত। কিন্তু আমার মনে হয় এখন ভালো অবস্থানে নেই তারা।’
ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৪/বিটি