
গেল বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ভারতের তারকা সুনীল ছেত্রী। এরপর কেবল ভারতের ঘরোয়া লিগেই খেলা চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছিলেন তিনি। তবে এবার সবাইকে চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে ফিরছেন দক্ষিণ এশিয়ার একসময়ের সেরা তারকা ছেত্রী।
অবসর ভেঙে তার ফেরার বিষয়টি বৃহস্পতিবার (৬ মার্চ) সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে ভারতের ফুটবল ফেডারেশন। যেখানে উল্লেখ, ‘মার্চের ফিফা আন্তর্জাতিক উইন্ডোকে সামনে রেখে অধিনায়ক, নেতা ও কিংবদন্তি আবার জাতীয় দলে ফিরবেন।’
এদিকে বাংলাদেশ দলে হামজা চৌধুরী যুক্ত হওয়ার পর আসন্ন এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ নিয়ে বেশ চাপেই ছিল ভারত। তবে সেই হামজাকে চ্যালেঞ্জ জানাতেই নিজেদের সেরা ফুটবলারকে আবারও দলে যুক্ত করল তারা। রোনালদো, মেসি এবং আলী দাইয়ের পর বিশ্বের চতুর্থ সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা এই ছেত্রী (৯৪ গোল)।
আরও পড়ুন:
» র্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ দল
» রোনালদোর আল নাসরের ম্যাচসহ আজকের খেলা (৭ মার্চ ২৫)
অবশ্য হামজা চৌধুরী যেমন ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের দাপট দেখিয়েছেন, তেমন কোন বড় মঞ্চে খেলার সুযোগ হয়নি সুনীল ছেত্রীর। আর বর্তমানে দক্ষিণ এশিয়ার সেরা তারকা ফুটবলার বিবেচনা করা হয় হামজাকেই। যেই জায়গাটি এতদিন ধরে রেখেছিল ভারতীয় এই ৪০ বছর বয়সী তারকা।
উল্লেখ্য, আগামী ২৫ মার্চ ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ-২০২৭ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচ দিয়েই মাঠে ফিরতে যাচ্ছেন ছেত্রী। যদিও ঠিক কত ম্যাচের জন্য জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন তিনি তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে হামজা চৌধুরীকে চ্যালেঞ্জ জানাতে ছেত্রীকে ফেরানো হচ্ছে বলাই যায়।
ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৫/এফএএস
