Connect with us
ফুটবল

এক নজরে সুনীল ছেত্রীর ১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার

Sunil Chhetri
ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রী। ছবি- সংগৃহীত

ভারত জাতীয় ফুটবল দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ মে) সকালে নিজের এক্স হ্যান্ডেলে ৯ মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে তিনি এই কথা জানান। ভারতের ঐতিহাসিক যুব ভারতী স্টেডিয়ামে আগামী ৬ জুন কুয়েতের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন এই কিংবদন্তি।

সুনীল ছেত্রীর ভারতীয় দলে অভিষেক হয়েছিল ২০০৫ সালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে। ২১ বছর বয়সে অভিষেক ম্যাচেই গোল করে চারদিকে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি।

তারপর থেকে সুনীল যেন ছুটেই চলেছেন। ১৯ বছরের ক্যারিয়ারে অনেক উত্থান-পতনের মধ্যে যেতে হয়েছে এই কিংবদন্তিকে। সাথে নিজেকে নিয়ে গেছেন ভারতীয় ফুটবলের একদম চূড়ায়।

ভারত জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন, সাথে সর্বোচ্চ গোলদাতাও তিনি। ভারতের হয়ে মোট ৯৪ গোল তার নামের পাশে।

জাতীয় দলের হয়ে বর্তমানে খেলছেন এমন ফুটবলারদের মধ্যে শুধু ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিরই কেবল তার চেয়ে বেশি গোল রয়েছে। শুধু তাই নয় ভারত জাতীয় দলের সাত বারের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই আইকন ফুটবলার।

নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে একের পর এক কীর্তি রয়েছে তার নামের পাশে। সামনে আরও বড় কীর্তি গড়ার সুযোগের সামনে ছিলেন ছেত্রী। সেটা জাতীয় দলের হয়ে ১০০ গোলের মাইলফলক ছোঁয়া।

কিন্তু ৪০ ছুঁই ছুঁই সুনীলের হয়তো সে মাইলফলকের লোভ স্পর্শ করতে পারেনি। নইলে এতো কাছে থেকেও কেউ কি অবসরের ঘোষণা দেন! ফিটনেস এখনো যে কোন তরুণ ফুটবলারের চেয়ে কোন অংশে কম না। তারপরও ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে দিলেন ৩৯ বছর বয়সী সুনীল ছেত্রী

আরও পড়ুন: ফুটবলার রপ্তানিতে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়? 

ক্রিফোস্পোর্টস/১৬মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল