বিপিএলের শেষ অংশে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলে যোগ দিলেন দুই ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে বিষয়টি। বিভিন্ন ব্যস্ততা কাটিয়ে বিপিএল মাতাতে এবার দেশে এসেছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের এই দুই পোস্টার বয়।
বিপিএলের সব থেকে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফেসবুকের সেই বিবৃতিতে বলেছে, ‘ক্যারিবীয় কিংবদন্তি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবারের অন্যতম দুই সদস্য, সুনীল নারিন আর আন্দ্রে রাসেল চলে এসেছেন। এবার হবে মজা।’ গেল আসরেও এই দুই তারকা ক্রিকেটার ছিলেন কুমিল্লার ডেরায়, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শিরোপা জয়ে।
বিপিএলে আসার আগে সুনীল নারিন ব্যস্ত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি খেলতে। সেখানে তার দল আবুধাবি নাইট রাইডার্স খেলেছে এলিমিনেটর পর্ব পর্যন্ত। এদিকে রাসেল ব্যস্ত ছিলেন জাতীয় দলে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে বিপিএল খেলতে এসেছেন এই অলরাউন্ডার।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৭ জয় নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শীর্ষে থাকা রংপুর রাইডার্স নিশ্চিত করেছে তাদের প্লে-অফ। কুমিল্লাও আর এক ম্যাচ জিতলেই টিকিট পাবে পরের রাউন্ডের। বিপিএলে কুমিল্লার পরবর্তী ম্যাচ ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। সেই ম্যাচেই কুমিল্লার জার্সিতে মাঠে দেখা যেতে পারে সুনীল ও রাসেলকে।
আরও পড়ুন: চট্টগ্রামের হারের কারণ ব্যাখ্যা করলেন তুষার ইমরান
ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৪/এফএএস