সেই ২০১৯ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে মাঠে নেমেছিলেন সুনীল নারিন। এরপর আর ক্যারিবিয়ান জার্সি গায়ে চড়ানো হয়নি এই স্পিনারের। কিন্তু বিশ্বের সবগুলো লিগ ক্রিকেটে তার সরব আনাগোনা। দল থেকে বাদ পড়ার ৪ বছরের মাথায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সুনীল।
রবিবার (৫ নভেম্বর) নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম একাউন্টে এক পোস্ট করে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। দেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন ২০১৬ সালে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০১৯ সালে।
২০১১ সালে ওয়ানডে এবং ২০১২ সালে টেস্ট ও টি-টোয়েন্টিতে অভিষেক হয় সুনীল নারিনের। দেশের হয়ে আন্তর্জাতিক পরিসংখ্যান অতটা সমৃদ্ধ নয় তার। খেলেছেন ৬৫টি ওয়ানডে ও ৫১টি২০ ম্যাচ। টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মাত্র ৬ টি।
আন্তর্জাতিক ক্রিকেট বেশি খেলা না হলেও যতটুকুই খেলেছেন দেশের হয়ে ছড়িয়েছেন আলো। তিন ফরমেট মিলিয়ে ১২২ ম্যাচে শিকার করেছেন ১৬৫ টি উইকেট। নারিনের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন দেশের হয়ে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। সে আসরে তিনি শিকার করেছিলেন ৯টি উইকেট।
পোস্টে নারিন বলেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রায় চার বছর আগে খেলেছি। তবে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছি আজ। জনসম্মুখে আমি কথা কম বলি। তবে ব্যক্তিগতভাবে অনেকে আমার ক্যারিয়ারজুড়ে অনেক সমর্থন জুগিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার স্বপ্নপূরণ হওয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে যেসব সতীর্থ ও কোচদের সাথে খেলেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে চলমান ঘরোয়া ক্রিকেট সুপার ৫০ কাপে খেলছেন তিনি। এটাই তার লিস্ট এ ক্যারিয়ারের শেষ মৌসুম বলে জানান তিনি।
আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দল ঘোষণা বাফুফের
ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৩/এসএস/এজে