গেল ওয়ানডে বিশ্বকাপে ভারতকে তাদের ঘরের মাঠে হারিয়ে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। সেই টুর্নামেন্টে অজিদের নেতৃত্বে থাকা প্যাট কামিন্সের হাত ধরেই একই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা উঁচিয়ে ধরেছিল অস্ট্রেলিয়া। আসন্ন আইপিএলে তাই প্যাট কামিন্সকে দলে পাওয়ার জন্য হয়েছিল বেশ কারাকারি।
তবে শেষ পর্যন্ত এই অজি তারকাকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ ২০.৭৫ কোটি রুপে মূল্যে তাকে কিনেছিল ফ্রাঞ্চাইজিটি। এবার এই বিশ্বকাপ জয়ীকে নিজেদের নতুন অধিনায়ক করল হায়দরাবাদ। আজ সোমবার (৪ মার্চ) এক বিবৃতিতে এইডেন মার্করামের পরিবর্তে কামিন্সকে অধিনায়ক করার বিষয়টি জানিয়েছে হায়দরাবাদ।
আইপিএলের গেল আসরে নিজেকে সরিয়ে রেখেছিলেন প্যাট কামিন্স। মূলত আন্তর্জাতিক ক্রিকেটে নিজের মনোযোগ ধরে রাখতে এমন পদক্ষেপ নিয়েছিলেন এই অজি অধিনায়ক। তার সেই সিদ্ধান্ত কাজেও দিয়েছিল বেশ। সেই প্যাট কামিন্সের হাত ধরে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ষষ্ঠ বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে অস্ট্রেলিয়া।
এদিকে কিছুদিন আগেই হায়দরাবাদের বোলিং কোচ পরিবর্তন হয়েছে। গেল দুই আসর দলের সঙ্গে থাকা ডেল স্টেনের পরিবর্তে দলের নতুন বোলিং কোচ করা হয়েছে জেমস ফ্র্যাঙ্কলিনকে। ব্যক্তিগত কারণ দেখিয়েই নিজেকে দলের দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছিলেন প্রোটিয়া তারকা স্টেন। আর এতে করেই প্রথমবারের মতো আইপিএলে কোন দলে কোচের দায়িত্বে পেয়েছেন ফ্র্যাঙ্কলিন।
আরও পড়ুন: বুট জোড়া কবে তুলে রাখবেন রোনালদো? জানালেন জর্জিনা
ক্রিফোস্পোর্টস/৪মার্চ২৪/এফএএস