Connect with us
অন্যান্য

ভারতীয় বক্সারকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন সুর কৃষ্ণ চাকমা

Sura Krishna Chakma
সুর কৃষ্ণ চাকমা। ছবি- সংগৃহীত

গেল অক্টোবরেই এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে বেল্ট জিতেছিলেন বাংলাদেশের তারকা বক্সার সুর কৃষ্ণ চাকমা। এবার গেল রাতে ঢাকায় অনুষ্ঠিত পেশাদার বক্সিংয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতা-পাথ টু গ্লোরি হাসল ইন ঢাকা স্কয়ারে ভারতের শক্তিশালী বক্সার সন্দ্বীপ কুমারকে হারিয়েছেন তিনি।

গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতের শেষ ইভেন্টের লড়াইয়ে ৮ রাউন্ডের লাইটওয়েট ক্যাটাগরিতে সন্দ্বীপ কুমারকে হারিয়েছেন সুর কৃষ্ণ চাকমা। এদিন পেশাদার বক্সিংয়ে জিতেছেন আরেক বাংলাদেশি বক্সার আল আমিন।তবে মালয়েশিয়ার ম্যাকডিলোনের সঙ্গে ড্র করেছেন বাংলাদেশের রিসাতুল মাহমুদ সাজিন।

বাংলাদেশের প্রথম বেল্ট জয় করা বক্সারের নজর বিশ্ব সেরার লড়াইয়ে। ভারতীয় বক্সারকে হারিয়ে সুর কৃষ্ণ বলেন, ‌‘খেতাবের লড়াইয়ের জন্য লড়তে পারব এবার। সামনেই ডব্লিউবিসি (ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল) চ্যাম্পিয়নশিপ রয়েছে। যে লড়াইয়ে খেলেছেন মোহাম্মদ আলী, মাইক টাইসনের মতো বক্সাররা।’

বিশ্বমানের বক্সারদের বিপক্ষে খেলা নিজের এবং গোটা দেশের জন্য গর্বের বলে মনে করেন দেশ সেরা বক্সার সুর কৃষ্ণ চাকমা। তিনি বলেন, ‘এবার আমি সেই (ডব্লিউবিস চ্যাম্পিয়নশিপ) প্রতিযোগিতায় খেলতে পারব। এটা শুধু আমার জন্য না পুরো বাংলাদেশের জন্যই ইতিহাস। বিশাল বড় অর্জন বাংলাদেশের জন্য।’ 

গত জানুয়ারি মাসেও ব্যাংককে জিতেছিলেন সুর কৃষ্ণ। এর আগে অবশ্য ভুগেছেন ডেঙ্গুতে। অসুস্থতা থেকে উঠে টানা দুটি প্রতিযোগিতায় অংশ নেন তিনি। তবে এরপর কঠোর অনুশীলন করে ফিরে এসেছেন সুর কৃষ্ণ। কিন্তু প্রতিপক্ষ বক্সার এত কঠিন হবে ভাবেননি তিনি। তবে ভারতের প্রতিপক্ষের বিপক্ষে খেলার আগে সবসময় একটা জেদ কাজ করার কথাও জানান সুর কৃষ্ণ।

আরও পড়ুন: জয়ের রাতে মেসিকে পেছনে ফেলে রোনালদোর নতুন রেকর্ড

ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য