Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে আবার চমক, নিউজিল্যান্ডকে হারালো আফগানরা

নিউজিল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। ছবি- ইএসপিএন

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে দেখা মিলছে অঘটনের, যেখানে বড় দলগুলোকে হারিয়ে দিচ্ছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। এবার তেমনই এক ম্যাচে ফেভারিট নিউজিল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। রাশিদ খানের দলের দেয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৫ রানেই গুটিয়ে যায় শক্তিশালী নিউজিল্যান্ড।

প্রভিডেন্সে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। ওপেনিং জুটি থেকেই আসে ১০৩ রান।
রহমানউল্লাহ গুরবাজ খেলেন দলের হয়ে সর্বোচ্চ ৫৬ বলে ৮০ রান। ইবরাহীম জাদরান থামেন ৪১ বলে ৪৪ রান করে। এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের ১৩ বলে ২২ রান ছাড়া তেমন কেউ জ্বলে উঠতে না পারলে প্রত্যাশিত বড় স্কোর পায়নি অফগানরা।

তবে শেষ পর্যন্ত ছুঁড়ে দেয়া এই ১৬০ রানের লক্ষ্যই জয়ের জন্য যথেষ্ট হয়েছে রাশিদ খানের দলের। ফজল হক ফারুকি এবং রাশিদ খান ৪ টি করে উইকেট শিকার করে কিউইদের ব্যাটিং লাইনআপ একেবারে ধ্বসিয়ে দেয়। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৮ বলে ১৮ রান করেছেন গ্লেন ফিলিপস এবং ম্যাট হ্যানরি করেন ১৭ বলে ১২ রান।

এছাড়া আর কেও কিউইদের হয়ে দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। নিয়মিত উইকেট হারিয়ে ১৬ ওভার এর মধ্যেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড দল। এতে করে ৮৪ রানের বড় জয় পায় আফগানরা। বিশ্বকাপে টানা দুই ম্যাচ জিতে বর্তমানে ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে হেরে টেবিলের তলানিতে নিউজিল্যান্ড।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা

ক্রিফোস্পোর্টস/৮জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট