Connect with us
ক্রিকেট

অবাক করা নো বল, ভারতীয় বোলারকে ঘিরে সন্দেহ!

T-10
আবুধাবির টি-টেন লিগের ম্যাচে অবাক করা নো বল, ভারতীয় বোলারকে ঘিরে সন্দেহ! ছবি- সংগৃহীত

ক্রিকেটে পেস বোলারদের ক্ষেত্রে নো বলের ঘটনা খুবই স্বাভাবিক একটি বিষয়। বল ডেলিভারি করতে গিয়ে অনেক সময়ই ক্রিজের বাইরে পা চলে যায় পেসারদের। কিন্তু ক্রিজের এক ফুট বাইরে পা যাওয়াটা একটু অস্বাভাবিকই! এমনটাই ঘটেছে আবুধাবির টি-টেন লিগের একটি ম্যাচে।

গতকাল (শনিবার) আবুধাবি টি-টেন লিগের ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই ব্রেভস এবং নর্দার্ন ওয়ারিয়র্স। বোলিংয়ের সময় ওয়ারিয়র্সের পেসার অভিমন্যু মিথুন প্রায় ক্রিজ থেকে এক ফুট বাইরে পা ফেলেন যেটি দেখে অন্যান্য প্লেয়াররাও অবাক হয়ে যান। আম্পায়ারও স্বাভাবিকভাবেই ডেলিভারিটিকে নো বল ডাকেন। তবে এ ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক এই ভারতীয় পেসারের বিরুদ্ধে অনেকেই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলছেন।

ম্যাচে আসলে ঘটেছিলটা কি?

ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে আসে নর্দার্ন ওয়ারিয়র্স। হজরতউল্লাহ জাজাইয়ের অর্ধশতকের উপর ভর করে নির্ধারিত ১০ ওভারে ওয়ারিয়র্সের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ১০৬ রান। লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাই ব্রেভসের ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন অভিমন্যু মিথুন। সে ওভারেই এই অস্বাভাবিক নো বল করে সবাইকে হতবাক করে দেন তিনি। ঘটনার পরপরই এই নো বলের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে ম্যাচ ফিক্সিং বলে অভিযোগ তোলেন।

মিথুনের এই ঘটনা দেখে অনেকেই মনে করেছেন ২০১০ সালে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের নো বল কান্ডের কথা। সেবার আমিরও এরকম দৃষ্টিকটু একটি নো বল করেছিলেন যেটি পরবর্তীতে ম্যাচ ফিক্সিং হিসেবে প্রমাণিতও হয়েছিল। সেই ঘটনাটি ক্রিকেটের ইতিহাসে অন্যতম একটি কলঙ্কজনক দাগ। তবে গতকালের ঘটনায় মিথুনের বিরুদ্ধে এখনই নিশ্চিতভাবে কিছু বলা মুশকিল।

এই নো বলটি ছাড়া বল হাতে ম্যাচে বেশ কার্যকরী ছিলেন মিথুন। ২ ওভার বল করে ১১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। কিন্তু তার দল ৫ উইকেটে ম্যাচটি হেরে গেছে। ২০১০ সালে ভারতের সফলতম অধিনায়ক ধোনির নেতৃত্বে জাতীয় দলে অভিষেক হয় অভিমন্যু মিথুনের। ভারতের হয়ে ৪ টেস্ট ও ৫ ওয়ানডে খেলা এই পেসার টেস্টে মোট উইকেট নিয়েছেন ৯ টি এবং ওয়ানডেতে ৩ টি।

আরও পড়ুন: চাপে পড়েই সালমান বাটকে প্রত্যাহার করল পিসিবি

ক্রিফোস্পোর্টস/০৩ডিসেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট