ভারতকে ৩৭৬ রানে অলআউট করার পর ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শুরু থেকেই উইকেট হারাতে থাকা টাইগাররা ১৪৯ রানেই গুটিয়ে যায়। এতে ফলোঅনে পড়ে শান্তরা। তবে বাংলাদেশকে ব্যাটিংয়ে না পাঠিয়ে দ্বিতীয়বারের মতো ব্যাটিং শুরু করে ভারত।
এদিন সাকিব ব্যাটিংয়ে নেমে সেট হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ৪০ রানে ৫ উইকেট হারানোর পর সাকিব ও লিটনের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তবে ৯১ রানের মাথায় জাদেজার বলে ভুল শট খেলে আউট হয়ে যান লিটন দাস। এতে ভেঙে যায় তাদের ৫১ রানের জুটি।
তখন সেট ব্যাটার হিসেবে মাঠে ছিলেন সাকিব। দলের বিপদের সময়ে নতুন ব্যাটার মেহেদি হাসান মিরাজকে নিয়ে দলের হাল ধরার কথা ছিল এই সিনিয়র ব্যাটারের। তবে তিনিও অনুসরণ করেন লিটনকে। এক দায়িত্বহীন শট খেলে উইকেটে বিলিয়ে দেন।
আরও পড়ুন:
» তামিমের সঙ্গে যৌথভাবে শীর্ষ রান সংগ্রাহক হলেন মুশফিক
» ভারতের মাঠে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ
লিটনকে ফেরানো জাদেজার বলেই রিভার্স সুইপ খেলতে গিয়ে উইকেটের পেছনে থাকা ঋষভ পন্তের হাতে ধরা পড়েন সাকিব। প্যাভিলিয়নে ফেরার আগে ৩২ রান করেন তিনি, যা বাংলাদেশের ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ রান। তবে তার এ ধরনের আউটে ক্ষুব্ধ দেশের ক্রিকেট ভক্তরা। এমনকি কমেন্ট্রি বক্সে থাকা তামিমও বিস্মিত হয়েছেন।
তিনি বলেন, ‘সাকিবের এ ধরনের আউট দেখে আমি বিস্মিত। রিভার্স সুইপ তো তার শট না। সে এ ধরনের শট খেলে না।’
তবে এর আগে সাকিব-লিটনের প্রশংসাও করেছিলেন তামিম। দ্রুত পাঁচ উইকেট হারানোর পর যেভাবে লিটন-সাকিব দলের হাল ধরেছিলেন, সেটার প্রশংসাও করেন তিনি।
লিটনকে নিয়ে তামিম হলেন, সে যতটা সম্ভব দেরিতে বল খেলে। এটাই তার ব্যাটিংয়ের বৈশিষ্ট্য। অনুশীলনের সময়ও এভাবেই প্রস্তুতি নেয় লিটন। এছাড়া সাকিবকে নিয়ে তিনি বলেন, বাংলাদেশ দলকে চালকের আসনে ফেরাতে সাকিবকে লম্বা সময় ধরে ব্যাট করতে হবে। যদিও শেষ পর্যন্ত সাকিব-লিটন কেউই ইনিংস বড় করতে পারেননি।
ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৪/বিটি