Connect with us
ক্রিকেট

ম্যাচ হেরে বিদেশি ক্রিকেটারদের নিয়ে হতাশ সিলেট অধিনায়ক

Sylhet strikers in BPL
বিপিএলে সিলেট স্ট্রাইকার্স। ছবি- সংগৃহীত

টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে জয়ের দেখা পায়নি সিলেট স্ট্রাইকার্স। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে টানা দুই ম্যাচে জয় তুলে নেয় তারা। অবশ্য এরপর যেন আবারও খেই হারিয়েছে দলটি। টুর্নামেন্টে কাগজে কলমে তুলনামূলক খর্বশক্তির দল দুর্বার রাজশাহীর কাছে তারা হেরেছে বড় ব্যবধানে। আর এমনভাবে ম্যাচ হেরে বিদেশি ক্রিকেটারদের দুষলেন সিলেটের অধিনায়ক আরিফুল হক।

গতকাল নিজেদের সপ্তম ম্যাচে দুর্বার রাজশাহী বিপক্ষে মাঠে নেমেছিল সিলেট। যেখানে রাজশাহীর দেয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় আরিফুল-জাকিরদের ইনিংস। এতে ৬৫ রানের বড় ব্যবধানে পরাজিত হয় সিলেট। গোটা টুর্নামেন্টে দলটি টপ অর্ডার ছিল না খুব বেশি কার্যকরী। যেখানে একাধিক বিদেশী ক্রিকেটার থাকলেও নিজেদের ছন্দহীনতায় ভুগছেন তারা।

চট্টগ্রামের ব্যাটিং স্বর্গখ্যাত উইকেটেও সুবিধা করতে না পারায় বিদেশি ক্রিকেটারদের নিয়ে হতাশা প্রকাশ করেছেন আরিফুল। তিনি উল্লেখ করেন কেবল দেশি ক্রিকেটাররাই এগিয়ে নেয়ার চেষ্টা করছে দলকে। বিদেশি ক্রিকেটারদের কাছ থেকে সাপোর্ট না এলে দল হিসেবে ভালো করা কঠিন হয়ে পড়ে। এদিকে দলে পরিবর্তনেরও আভাস দিয়েছেন এই সিলেট অধিনায়ক।

ম্যাচ শেষে আরিফুল বলেন, ‘আমার কাছে মনে হয় এই উইকেটে লক্ষ্য তাড়া করার মতো ছিল। কিন্তু বিদেশি ক্রিকেটাররা আমাদের পুরোপুরি সাপোর্ট করছে না। সবমিলিয়ে সাতটা ম্যাচ খেললাম, আমাদের দেশিরাই পারফর্ম করেছে। আমাদের টপ অর্ডারে বেশিরভাগই বিদেশি ক্রিকেটার। তারা যদি সাপোর্ট না করে তাহলে ১৮০ কেন, আমরা ১৫০ রানও তাড়া করতে পারব না।’

ওপেনিংয়ে সিলেটের হয়ে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র ২৪ রান করেছেন আইরিশ ব্যাটার পল স্টারলিং। এছাড়া সবকটি ম্যাচ খেলে এক ফিফটি ছাড়া তেমন কোন বলার মত ইনিংস খেলতে পারেননি জর্জ মুন্সি। অ্যারন জোন্স কিছু ম্যাচে জ্বলে ওঠার আভাস দিলেও বড় ইনিংস খেলতে পারেননি তিনিও। রাকিম কর্নওয়াল দেশে ফেরার আগে তিন ম্যাচ খেলেও করতে পারেননি সুবিধা।


আরও পড়ুন:

» খো খো বিশ্বকাপের কোয়ার্টারে হেরে বাংলাদেশের বিদায়

» নারী বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (১৮ জানুয়ারি ২৫)


ব্যাটিংসহ তিন বিভাগেই একসাথে ভালো করতে না পারার হতাশা নিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় আমরা কোনোদিন হয়তো ব্যাটিং ভালো করছি, বোলিং খারাপ করছি। আমরা তিনটা জায়গাতে একই রকম পারফর্ম করতে পারছি না। আপনার টপ অর্ডারে যদি রান না হয় শেষের দিকে আপনি যতই মারেন না কেন ১২০ কিংবা ১৫০ রানই হবে, এর চেয়ে বেশি হবে না।’

‘সুতরাং টপ অর্ডার থেকে যদি রান আসে, নিচের ব্যাটাররা খুব সুন্দর ক্যারি করতে পারে। জেতার জন্য আমাদের তিনটা জায়গায় পারফর্ম করা দরকার, তিনটা জায়গায় একইভাবে খেলতে পারছি না।’– যোগ করেন আরিফুল।

দলে পরিবর্তন আনার আভাস দিয়ে তিনি জানান, ‘এখন আমাদের কোচিং স্টাফদের সঙ্গে কথা বলতে হবে, দেখতে হবে কী অবস্থা। পরিবর্তন আসতে হবে, পরিবর্তন না আসলে হচ্ছে না। পরিবর্তন আনতে হবে।’

চট্টগ্রাম পর্বে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আরও দুই ম্যাচ খেলবে সিলেট। যেখানে তাদের পরবর্তী ম্যাচে আগামী সোমবার ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে তারা। এরপর খুলনা টাইগার্সের বিপক্ষে খেলে পুনরায় ঢাকা পর্বে ফিরবে তাদের প্রতিযোগিতা।

ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট