তারকায় ঠাসা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের ধারা থামালো সিলেট স্ট্রাইকার্স। আন্দ্রে রাসেল, জনসন চার্লস, মঈন আলী, সুনীল নারাইনদের মতো বড় বড় বিদেশি ক্রিকেটারদের নিয়েও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১২ রানে হেরেছে ফ্রাঞ্চাইজিটি।
চট্টগ্রামে দিনের প্রথম ম্যাচে আজ (সোমবার) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। প্রথমে ব্যাট করে বেনি হাওয়েলের ৬২, কেনার লুইসের ৩৩, মোহাম্মদ মিথুনের ২৮ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ৫ উইকেটে ১৭৭ রানের লড়াকু পুজি পায় সিলেট।
কুমিল্লার হয়ে বল হাতে সুনীল নারাইন ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন।
১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক লিটন দাস একপাশ থেকে লড়ে গেলেও অন্যপাশে ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জনসন চার্লস, মঈন আলীরা ব্যর্থ হন। লিটন ৫৮ বলে ৮৫ এবং শেষদিকে আন্দ্রে রাসেল ১৪ বলে ২৩ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১২ রানে হারতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।
এদিন সিলেটের হয়ে বল হাতে মিতব্যয়ী ছিলেন সামিত প্যাটেল ও শফিকুল ইসলাম। চার ওভার বল করে সামিত ১৫ ও শফিকুল ১৮ রান দিয়ে ১টি করে উইকেট নিয়েছেন। এছাড়া তানজিম সাকিবও ছিলেন অসাধারণ। শুরুর দিকে তাওহীদ হৃদয় এবং শেষ ওভারে লিটন ও রাসেলের উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট স্ট্রাইকার্স: ১৭৭/৫ (২০ ওভার)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৬৫/৬ (২০ ওভার)
ফলাফল: সিলেট স্ট্রাইকার্স ১২ রানে জয়ী
আরও পড়ুন: এশিয়ান ইনডোরের ফাইনালে আজ দৌড়াবেন ইমরানুর
ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৪/এমটি