Connect with us
ক্রিকেট

বিপিএল থেকে বিদায় নিয়ে বিদেশিদের সার্ভিসে হতাশ সিলেট

Chief coach of Sylhet Strikers
সংবাদ সম্মেলনে সিলেট স্ট্রাইকার্সের কোচ। ছবি- বিপিএল

চলমান বিপিএলের প্রথম দল হিসেবে আনুষ্ঠানিকভাবে বিদায় নিশ্চিত হয়েছে সিলেট স্ট্রাইকার্সের। টুর্নামেন্টে আজ ঢাকা পর্বে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে রীতিমত বিধ্বস্ত হয় তারা। আর এতেই কাগজে কলমে টিকে থাকা সিলেটের ক্ষীণ আশা টুকুও নিভে যায়। রংপুরের পর দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে বরিশাল।

টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিতের পর বরিশালের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ ইমন মাহমুদ। যেখানে তিনি উল্লেখ করেছেন বিদেশি ক্রিকেটারদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী সার্ভিস পায়নি তার দল। তবে ক্রিকেটারদের উৎফুল্ল রাখতে দলের পক্ষ থেকে সর্বোচ্চটুকু করা হয়েছে বলেই মনে করেন তিনি।

সুযোগ থাকলেও তা সঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ হওয়ার কথা জানান এই কোচ, ‘আসলে দেখেন প্লেয়ার সিলেকশন যেটা বললেন একজন কোচ হিসেবে আমি মনে করি এটা আমাদের জন্য ঠিকই ছিল। কিছু কিছু ম্যাচে এটা আমাদের পক্ষে আনার সুযোগ ছিল, সুযোগ আমরা নিতে পারিনি। প্রথম থেকেই মোমেন্টামটা আমরা ধরতে পারি নাই।’


আরও পড়ুন:

» ম্যাচ বয়কট করেছে বিদেশিরা, কোন নিয়মে মাঠে নামল রাজশাহী?

» প্লে অফ নিশ্চিত করে সিলেটকে খোঁচা দিল তামিমের বরিশাল


বিদেশি ক্রিকেটারদের নিয়ে হতাশা ঝড়েছে ইমনের কন্ঠে, ‘বিদেশিরা আমাদের প্রত্যাশা অনুযায়ী সার্ভিস দিতে পারে নাই। প্রত্যেকটা বিদেশি প্লেয়ার ওয়ান সাইডেড হয়ে গিয়েছিল। যে ব্যাটার ছিল সে ব্যাটারই ছিল, যে বোলার ছিল সে বোলারই ছিল। আমাদের প্রত্যাশা ছিল বেশি। বিশেষ করে রিস টোপলির কাছ থেকে, কিন্তু সেই অর্থে সার্ভিসটা পাইনি।’

ক্রিকেটারদের চাঙ্গা রাখার জন্য দলের পক্ষ থেকে সবকিছুই করা হয়েছে বলে জানান তিনি, ‘বুস্ট আপের সর্বোচ্চ চেষ্টাই আমাদের ম্যানেজমেন্টের থেকে করা হয়েছে। জানেন যে আমাদের বিনোদনের জন্য একঘেয়েমি যাতে না আসে, সেই পর্যায়ের ট্রেনিং থেকে শুরু করে সবকিছুই চেষ্টা করা হয়েছে। এখানে তো পেশাদার ক্রিকেটার, ওদেরকেই এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে।’

টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলেও বাকি দুই ম্যাচ জিতে শেষটা ভালো করতে চায় সিলেট স্ট্রাইকার্স। ইমন আশা করেন শেষ দুইটা ম্যাচ ভালো হবে। তবে জানেন প্লে অফ খেলার কোন সুযোগ নেই আর। তবুও শেষ ভালো যার সব ভালো তার, এমন কথায় বিশ্বাস রেখে বাকি দুই ম্যাচ খেলে যাওয়ার কথা জানান দলটির প্রধান কোচ।

ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট