Connect with us
ক্রিকেট

মাশরাফিকে দলে নেওয়ার কারণ জানাল সিলেট

Mashrafe Bin Mortaza_Sylhet Strikers
এবারের বিপিএলেও সিলেটের হয়ে খেলবেন মাশরাফি। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে আছেন মাশরাফি বিন মুর্তজা। তবে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ‘বি’ ক্যাটাগরিতে জায়গা হয়েছিল তার। আর ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছ সিলেট স্ট্রাইকার্স।

বিপিএলের গত দুই আসরেও সিলেটের হয়ে খেলেছেন মাশরাফি। দুটো আসরেই দলটির অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এই তারকা। যদিও সর্বশেষ আসরে কেবল তিন ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর থেকেই বাইশ গজের বাইরে রয়েছেন এই সাবেক টাইগার কাপ্তান।

মূলত পুরোপুরি ফিট না থাকায় তিন ম্যাচ পর আর খেলেননি মাশরাফি। ফিটনেস ঘাটতির কারণে গত আসরে নিজের সেরাটা দিতে পারেননি তিনি। তার বলেও ছিল না তেমন গতি। তার নেতৃত্বে প্রথম তিন ম্যাচেই হেরেছিল সিলেট। আর এসব কারণেই তিন ম্যাচ পর নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেন এই তারকা।

তবে গত আসরে শুরুর দিকে টুর্নামেন্ট থেকে নিজেকে গুটিয়ে নিলেও এবারের আসরে ফিট থাকলে খেলবেন বলে জানিয়েছিলেন মাশরাফি। তাই এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটেও জায়গা হয়েছে তার। তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা মাশরাফিকে পুনরায় কোন পরিকল্পনায় দলে নিয়েছে সিলেট? ড্রাফট শেষে এ নিয়ে কথা বলেছেন সিলেট স্ট্রাইকার্সের মালিক মামুনুল হক।

আরও পড়ুন:

» বিপিএল ২০২৫ : প্লেয়ার্স ড্রাফটে দলগুলো কত খরচ করল?

» এবারের বিপিএলে দল পেলেন না যেসব তারকা ক্রিকেটাররা 

মাশরাফিকে দলে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘মাশরাফি গত দুই আসর ধরে আমাদের সঙ্গে আছে আছে। তাকে নেওয়ার ব্যাপারে আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল। মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে অনেক বছর ধরে জড়িত। গত আসরে পুরো সময় দিতে পারেনি কিন্তু তার আগের আসরে সে ভালো করেছে। আশা করি এবারো ভালো কিছু করবে।’

এবারের আসরে দেশি-বিদেশি বেশ কয়েকজন তারকা ক্রিকেটারদের নিয়ে দল গঠন করেছে সিলেট। যেখানে সাবেক অধিনায়ক মাশরাফি ছাড়াও তানজিম হাসান সাকিব, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী, দের সাথে বিদেশি খেলোয়াড় ক্যাটাগরিতে রাকিম কর্নওয়াল রিস টপলি,পল স্টার্লিং, জর্জ মানসিদের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

দলগঠন নিয়ে মামুনুল বলেন, ‘আমরা একটা ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টা করেছি। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী দল গঠনের চেষ্টা করেছি। একজন বাদে নিজেদের পছন্দ মতো দল গড়তে পেরেছি। আমি আশাবাদী তারা মাঠে নিজেদের সেরাটা দেবে।’

ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট