অবশেষে জয়ের দেখা পেল সিলেট স্ট্রাইকার্স। চলমান বিপিএলে প্রথম পাঁচ ম্যাচেই হেরেছে সিলেট। নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে দুর্দান্ত ঢাকাকে ১৫ রানে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে শান্ত-মিথুনরা।
আজ (শুক্রবার) বিপিএলের ১৭তম ম্যাচে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দুর্দান্ত ঢাকা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শরিফুলের বোলিং তোপে মাত্র ১৩ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পরে সিলেট। পরবর্তীতে মিথুন ও সামিত প্যাটেলের জুটিতে ঘুরে দাঁড়ায় স্ট্রাইকার্স বাহিনী। মিথুনের ৫৯, সামিত প্যাটেলের ৩২ এবং শেষদিকে আরিফুল হকের ৯ বলে ২১ রানের ঝোড়ো ক্যামিওতে ১৪২ রানের পুজি পায় সিলেট।
ঢাকার হয়ে শরিফুল ইসলাম সর্বোচ্চ ৪ টি উইকেট নেন। এছাড়া আরাফাত সানি ২ টি এবং তাসকিন আহমেদ ও উসমান কাদের ১ টি করে উইকেট নেন।
১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আজও ব্যাটিংয়ে চরমভাবে ব্যর্থ হয় ঢাকা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে কেবল ১২৭ রান তুলতে সক্ষম হয় রাজধানী শহরের দলটি। ঢাকার হয়ে অ্যালেক্স রস ২০ এবং শেষদিকে তাসকিন ১১ বলে ২৭ রান করেন।
সিলেটের হয়ে রিচার্ড এনগাবারা ৪ টি এবং রেজাউর রহমান রাজা ২ টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট স্ট্রাইকার্স: ১৪২/৮ (২০ ওভার)
দুর্দান্ত ঢাকা: ১২৭/৯ (২০ ওভার)
ফলাফল: সিলেট স্ট্রাইকার্স ১৫ রানে জয়ী
আরও পড়ুন: শ্রীলঙ্কার মেয়েদের কাছে শিরোপা হারাল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি২৪/এমটি