
সিলেট টেস্টের প্রথম দিনে ব্যাটদের ব্যর্থতার পর হতাশ করেছিল বোলাররাও। তবে প্রথম দিন উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় দারুণভাবে ঘুরে দাড়িয়েছে বোলাররা। নাহিদ রানা-মেহেদি হাসান মিরাজদের লড়াকু বোলিংয়ে ভালো শুরুর পরও শেষ পর্যন্ত ৮২ রানের লিড পেয়েছে জিম্বাবুয়ে।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষভাগে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তোলে জিম্বাবুয়ে। ভালো শুরু পরও রানা-মিরাজদের দুর্দান্ত বোলিংয়ে ২৭৩ রানেই থামে জিম্বাবুয়ের ইনিংস। বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেন মিরাজ। এছাড়া ৩টি উইকেট নেন নাহিদ।
দিনের শেষদিকে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। এতে দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে আছে টাইগাররা। তবে পিছিয়ে থাকলেও ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণেই আছে বলে মনে করেন মিরাজ।
আরও পড়ুন:
» ভারতের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, সর্বনিম্ন বেতন ১ কোটি, সর্বোচ্চ কত?
» টেস্টে মুমিনুলের নতুন রেকর্ড, পেছনে ফেললেন মিরাজকে
দ্বিতীয় দিনের খেলা শেষে মিরাজ বলেন, আমি মনে করি, ম্যাচ এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। ওরা হয়ত ৮২ রানের লিড পেয়েছে। আমরাও আজকে ভালো একটা স্কোর করেছি। আমরা ২৫ রানে পিছিয়ে আছি। তবে আমাদের এক উইকেটে গেছে, আমাদের আরও ব্যাটার আছে।
তৃতীয় দিন ব্যাটাররা ভালো একটা টোটাল এনে দিতে পারলে চতুর্থ দিন জিম্বাবুয়ের জন্য ব্যাট করা কঠিন হবে বলে মনে করেন মিরাজ। তিনি বলেন, এখান থেকে আমরা যদি একটা ভালো সংগ্রহ পাই, তাহলে চতুর্থ দিন এই উইকেটে ব্যাট করা ওদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে।
দ্বিতীয় দিন শেষে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। জয় ৪২ বলে ২৮ এবং মুমিনুল ২৬ বলে ১৫ রান করে অপরাজিত আছেন। আগামীকাল তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবেন এই দুই ব্যাটার।
ক্রিফোস্পোর্টস/২১এপ্রিল২৫/বিটি
