চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে হারের মিছিলে যোগ দিয়েছে সিলেট স্ট্রাইকার্সও। এবারের আসরে এখনো জয়ের দেখা পায়নি এই দুই দল। ঢাকা ৪ ম্যাচ এবং সিলেট ৩ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ঘরের মাঠে ফরচুন বরিশালের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে সিলেট স্ট্রাইকার্স।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ১২৫ রান করে গুটিয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। জবাবে মাত্র ১০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ফরচুন বরিশাল।
এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট। দলীয় রানের খাতা খোলার আগেই ফিরে যান রনি তালুকদার। এরপর রাহকিম কর্নওয়াল আশা জাগিয়েও ১৪ বলে ১৮ রান করে ফিরে যান। দলীয় ২৭ রানে দুই উইকেট হারানোর পর জাকির হাসান ও জর্জ মানসের ব্যাটে ঘুরে দাঁড়ায় সিলেট। তবে দলীয় ৭৬ রানের মাথায় তাদের জুটি ভাঙেন জাহানদাদ খান। ১৩ বলে ২৮ রান করে ফিরে যান এই ব্যাটার।
আরও পড়ুন:
» সৌম্যর মাঠে ফেরার অপেক্ষা আরো বাড়লো
» বরিশালের জার্সিতে নতুন ভূমিকায় নাজমুল শান্ত
তবে মানসে ফিরে যাওয়ার পরই বড় বিপদে পড়ে সিলেট। এরপর ১৩ রান তুলতে আরো ৫ উইকেট হারায় তারা। এতে ১৪তম ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ৮৯ রান। জাকির ২৫, জাকের আলী ১, তানজিম সাকিব ১, রুয়েল মিয়া ১ এবং অ্যারন জনস ডাক মেরে ফেরেন। তবে শেষদিকে অধিনায়ক আরিফুল হকের ২৯ বলে ৩৬ রানের ইনিংসে ভর করে ১২৬ রানের পুঁজি পায় সিলেট।
বরিশালের পক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন জাহানদাদ খান ও রিশাদ হোসেন। দুজনের সমান ৩টি করে উইকেট শিকার করেছেন। এছাড়া ফাহিম আশরাফ ২টি এবং শাহীন আফ্রিদি ও কাইল মায়ার্স ১টি করে উইকেট শিকার করেছেন।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল। এরপর আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তও ফেরেম মাত্র ৪ রান করে। তবে তৃতীয় উইকেট কাইল মায়ার্স ও তাওহীদ হৃদয়ের ৫১ বলে ১১৬ রানের জুটিতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বরিশাল। শেষদিকে তানজিম সাকিবের বলে বোল্ড হয়ে ফিরে যান হৃদয়। তার ব্যাট থেকে আসে ২৭ বলে ৪৮ রান।
হৃদয় ফেরার পর এক চার মেরে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জাহানদাদ খান। অপরপ্রান্তে ৩১ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন কাইল মায়ার্স। সিলেটের হয়ে তানজিম সাকিব ২টি এবং রাহকিম কর্নওয়াল ১টি উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট স্ট্রাইকার্স: ১২৫/১০ (১৮.২ ওভার)
ঢাকা ক্যাপিটালস: ১২৬/৩ (১০.৩ ওভার)
ফলাফল: ফরচুন বরিশাল ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জাহানদাদ খান ৩/১৮
ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২৫/বিটি