অ্যারন ফিঞ্চ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার পর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়কের জায়গাটি শূন্য ছিল। সেই শূন্যস্থান পূরণ হয়েছে, টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক পেয়েছে টিম অস্ট্রেলিয়া। ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে অজিদের নতুন কাপ্তান মিচেল মার্শ।
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দলের নেতৃত্ব ভার এখন এই অলরাউন্ডারের কাধে।
প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে সোমবার মার্শকে দলপতি করে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্টেলিয়া (সিএ)।
টি-টোয়েন্টি সিরিজ সূচি:
প্রথম ম্যাচ ৩০ আগস্ট।
দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর।
তৃতীয় ম্যাচ ৩ সেপ্টেম্বর।
এদিকে টি-টোয়েন্টি মিশন শেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ওডিআই সিরিজ শুরু হবে ৭ সেপ্টেম্বর।
অজি টি-টোয়েন্টি স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, অ্যারোন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।
আরও পড়ুন: দুই দেশের হয়ে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন যে ক্রিকেটার
ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৩/এসএ