Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল বিসিবি, নেতৃত্বে লিটন

T20 series squad announced, Liton to lead
লিটনকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বিসিবি। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে গত ৮ ডিসেম্বর থেকে মাঠে গড়িয়েছে ওয়ানডে সিরিজ। এই সিরিজ শেষে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস।

এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন উদীয়মান পেসার রিপন মন্ডল। এছাড়া দলে ফিরেছেন তানজিম হাসান সাকিব। সবশেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ইনজুরির কারণে খেলতে পারেননি এই পেসার।

এই সিরিজ থেকে বাদ পড়েছেন পেসার পেসার শরিফুল ইসলাম। ভারত সিরিজে দলে থাকা স্পিনার রকিবুল হাসানও বাদ পড়েছেন। এছাড়া মুস্তাফিজুর রহমানকেও রাখা হয়নি দলে। পিতৃত্বজনিত কারণে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও ছুটিতে আছেন কাটার মাস্টার।

আরও পড়ুন:

» পিচ বুঝে ব্যাটিং না করায় ব্যাটারদের সমালোচনায় সালাউদ্দিন

» বাংলাদেশ কেমন লাগলো আইরিশদের, জানালেন অধিনায়ক 

উইন্ডিজ সফরের টেস্ট ও ওয়ানডে সিরিজে চোটের কারণে খেলতে পারনেনি দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে চোট সেরে উঠলেও পুরোপুরি ফিট না থাকায় সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজেও খেলা হচ্ছে না তার।

শান্তর অনুপস্থিতিতে টেস্টের পর ওয়ানডেতেও নেতৃত্ব দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ। তবে টি-টোয়েন্টি লিটনকে দায়িত্ব দিয়েছে বিসিবি। যা ছিল অবাক করার মতো। কারণ সাদা বলে তার সাম্প্রতিক পারফরম্যান্স বেশ শোচনীয়। তারপর নেতৃত্বের ভার কাধে নিয়ে কতটা পারফর্ম করতে পারবেন এই টপ অর্ডার ব্যাটার সেটাও অজানা। তবে মিরাজের চাপ কমাতেই হয়ত এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আগামী ১২ ডিসেম্বর শেষ হবে চলমান ওয়ানডে সিরিজ। পরবর্তীতে ১৬ ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ১৮ ও ২০ ডিসেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের সবগুলো ম্যাচই কিংস্টনের আর্নস ভেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড : লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।

ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট