আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আজ (শুক্রবার) আসন্ন এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটে সংস্থা (আইসিসি)।
২০ টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চারটি দলে ভাগ হয়ে খেলবে দলগুলো। সূচিতে বাংলাদেশের জায়গা হয়েছে গ্রুপ ‘ডি’ তে, যা তুলনামূলক চ্যালেঞ্জিং গ্রুপ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ
গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা।
গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান।
গ্রুপ ‘সি’ : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি।
গ্রুপ ‘ডি’ : বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপাল।
একনজরে পূর্ণাঙ্গ সূচি-
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
শনিবার, ১ জুন ২০২৪ | মার্কিন যুক্তরাষ্ট্র বনাম কানাডা | ডালাস |
রবিবার, ২ জুন ২০২৪ | ওয়েস্ট ইন্ডিজ বনাম পাপুয়া নিউ গিনি | গায়ানা |
রবিবার, ২ জুন ২০২৪ | নামিবিয়া বনাম ওমান | বার্বাডোস |
সোমবার, ৩ জুন ২০২৪ | শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা | নিউ ইয়র্ক |
সোমবার, ৩ জুন ২০২৪ | আফগানিস্তান বনাম উগান্ডা | গায়ানা |
মঙ্গলবার, ৪ জুন ২০২৪ | ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড | বার্বাডোস |
মঙ্গলবার, ৪ জুন ২০২৪ | নেদারল্যান্ড বনাম নেপাল | ডালাস |
বুধবার, ৫ জুন ২০২৪ | ভারত বনাম আয়ারল্যান্ড | নিউ ইয়র্ক |
বুধবার, ৫ জুন ২০২৪ | পাপুয়া নিউ গিনি বনাম উগান্ডা | গায়ানা |
বুধবার, ৫ জুন ২০২৪ | অস্ট্রেলিয়া বনাম ওমান | বার্বাডোস |
বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ | মার্কিন যুক্তরাষ্ট্র বনাম পাকিস্তান | ডালাস |
বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ | নামিবিয়া বনাম স্কটল্যান্ড | বার্বাডোস |
শুক্রবার, ৬ জুন ২০২৪ | কানাডা বনাম আয়ারল্যান্ড | নিউ ইয়র্ক |
শুক্রবার, ৬ জুন ২০২৪ | নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান | গায়ানা |
শুক্রবার, ৬ জুন ২০২৪ | শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ | ডালাস |
শনিবার, ৮ জুন ২০২৪ | নেদারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা | নিউ ইয়র্ক |
শনিবার, ৮ জুন ২০২৪ | অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড | বার্বাডোস |
শনিবার, ৮ জুন ২০২৪ | ওয়েস্ট ইন্ডিজ বনাম উগান্ডা | গায়ানা |
রবিবার, ৯ জুন ২০২৪ | ভারত বনাম পাকিস্তান | নিউ ইয়র্ক |
রবিবার, ৯ জুন ২০২৪ | ওমান বনাম স্কটল্যান্ড | অ্যান্টিগুয়া |
সোমবার, ১০ জুন ২০২৪ | দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ | নিউ ইয়র্ক |
মঙ্গলবার, ১১ জুন ২০২৪ | পাকিস্তান বনাম কানাডা | নিউ ইয়র্ক |
মঙ্গলবার, ১১ জুন ২০২৪ | শ্রীলঙ্কা বনাম নেপাল | ফ্লোরিডা |
মঙ্গলবার, ১১ জুন ২০২৪ | অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া | অ্যান্টিগুয়া |
বুধবার, ১২ জুন ২০২৪ | মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ভারত | নিউ ইয়র্ক |
বুধবার, ১২ জুন ২০২৪ | ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড | ত্রিনিদাদ |
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ | ইংল্যান্ড বনাম ওমান | অ্যান্টিগুয়া |
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ | বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস | সেন্ট ভিনসেন্ট |
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ | আফগানিস্তান বনাম পাপুয়া নিউ গিনি | ত্রিনিদাদ |
শুক্রবার, ১৪ জুন ২০২৪ | মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড | ফ্লোরিডা |
শুক্রবার, ১৪ জুন ২০২৪ | দক্ষিণ আফ্রিকা বনাম নেপাল | সেন্ট ভিনসেন্ট |
শুক্রবার, ১৪ জুন ২০২৪ | নিউজিল্যান্ড বনাম উগান্ডা | ত্রিনিদাদ |
শনিবার, ১৫ জুন ২০২৪ | ভারত বনাম কানাডা | ফ্লোরিডা |
শনিবার, ১৫ জুন ২০২৪ | নামিবিয়া বনাম ইংল্যান্ড | অ্যান্টিগুয়া |
শনিবার, ১৫ জুন ২০২৪ | অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড | সেন্ট লুসিয়া |
রবিবার, ১৬ জুন ২০২৪ | পাকিস্তান বনাম আয়ারল্যান্ড | ফ্লোরিডা |
রবিবার, ১৬ জুন ২০২৪ | বাংলাদেশ বনাম নেপাল | সেন্ট ভিনসেন্ট |
রবিবার, ১৬ জুন ২০২৪ | শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস | সেন্ট লুসিয়া |
সোমবার, ১৭ জুন ২০২৪ | নিউজিল্যান্ড বনাম পাপুয়া নিউ গিনি | ত্রিনিদাদ |
সোমবার, ১৭ জুন ২০২৪ | ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তান | সেন্ট লুসিয়া |
বুধবার, ১৯ জুন ২০২৪ | এ-২ বনাম ডি-১ | অ্যান্টিগুয়া |
বুধবার, ১৯ জুন ২০২৪ | বি-২ বনাম সি-২ | সেন্ট লুসিয়া |
বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ | সি-১ বনাম এ-১ | বার্বাডোস |
বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ | বি-২ বনাম ডি-২ | অ্যান্টিগুয়া |
শুক্রবার, ২১ জুন ২০২৪ | বি-১ বনাম ডি-১ | সেন্ট লুসিয়া |
শুক্রবার, ২১ জুন ২০২৪ | এ-২ বনাম সি-২ | বার্বাডোস |
শনিবার, ২২ জুন ২০২৪ | এ-১ বনাম ডি-২ | অ্যান্টিগুয়া |
শনিবার, ২২ জুন ২০২৪ | সি-১ বনাম বি-২ | সেন্ট ভিনসেন্ট |
রবিবার, ২৩ জুন ২০২৪ | এ-২ বনাম বি-১ | বার্বাডোস |
রবিবার, ২৩ জুন ২০২৪ | সি-২ বনাম ডি-১ | অ্যান্টিগুয়া |
সোমবার, ২৪ জুন ২০২৪ | বি-২ বনাম এ-১ | সেন্ট লুসিয়া |
সোমবার, ২৪ জুন ২০২৪ | সি-১ বনাম ডি-২ | সেন্ট ভিনসেন্ট |
বুধবার, ২৬ জুন ২০২৪ | সেমিফাইনাল ১ | গায়ানা |
বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ | সেমিফাইনাল ২ | ত্রিনিদাদ |
শনিবার, ২৯ জুন ২০২৪ | ফাইনাল | বার্বাডোস |
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন পরীক্ষা বাংলাদেশের
ক্রিফোস্পোর্টস/০৫জানুয়ারি২৪/এমটি