ব্যাটে-বলের লড়াই ঘনিয়ে আসছে। আর কয়েকদিন পরেই মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে এবারের আসর। এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা মিলবে ২০ দলের লড়াই৷ এর আগে সর্বোচ্চ ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হয়েছিল এ টুর্নামেন্টে।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করতে শুরু করেছে বিভিন্ন। মার্কিন ও ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন বিবেচনায় অভিজ্ঞতার উপরই জোর দিচ্ছে অনেক দল। তাই তো তরুণ ক্রিকেটারদের পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটাররাও পাচ্ছেন সমান কদর৷ আসন্ন আসরকে ঘিরে ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) পরিবর্তন এনেছে কিছু নিয়মে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে যত নতুন নিয়ম-
২০২৪ বিশ্বকাপেই মিলবে ২০২৬ বিশ্বকাপের টিকেট
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের মতোই ২০২৬ সালের টি-টোয়েন্টি হবে ২০ দলের। টুর্নামেন্টে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কাসহ ১২ দল সরাসরি কোয়ালিফাই করবে। অন্যদিকে ২০২৪ বিশ্বকাপের সুপার এইটে খেলা বাকি আট দলও সরাসরি যাবে বিশ্বকাপে।
তবে এই আট দলের মধ্যে যদি ভারত ও শ্রীলঙ্কা থাকে তাহলে কাটা পড়বে তাদের নাম৷ এক্ষেত্রে সেরা ১০ থেকে নির্বাচিত হবে বাকি দুই দল৷
নকআউট পর্বের ফলাফল পেতে খেলতে হবে সর্বনিম্ন ১০ ওভার
ক্রিকেট ম্যাচে বৃষ্টির হানা দেওয়া নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। ফলে ম্যাচের ফলাফল আনতে কাটা পড়ে ওভার। এতোদিন বৃষ্টি বাধা দেওয়া ম্যাচের ফলাফল আনতে খেলতে হতো সর্বনিম্ন ৫ ওভার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে এ নিয়ম।
নকআউট পর্বের ম্যাচগুলোতে ফলাফল পেতে খেলতে হবে সর্বনিম্ন ১০ ওভার। তবে গ্রুপপর্বের ম্যাচগুলোতে পূর্বের নিয়মই বহাল থাকছে। অর্থাৎ সর্বনিম্ন খেলতে হবে ৫ ওভার৷
এছাড়া সেমিফাইনাল ও ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচগুলো যাতে বৃষ্টির কারণে পণ্ড হয়ে না যায়, সেজন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
সময় বাঁচাতে স্টপ ক্লক
ম্যাচের সময় বাঁচাতে ২০২৩ সালের ডিসেম্বর থেকেই চলছে স্টপ ক্লক পদ্ধতি৷ এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকবে স্টপ ক্লক পদ্ধতি৷ এক ওভার শেষে নতুন ওভার শুরু করতে বোলিং দল পাবেন মাত্র ১ মিনিট।
টানা দুইবার পর্যন্ত এ সময়ের মধ্যে শুরু করতে না পারলে বোলিং দলের উদ্দেশ্যে সতর্কতা আসবে আম্পায়ারের পক্ষ থেকে। কিন্তু তৃতীয়বার একই ভুল করলে বোলিং দলকে দিতে হবে ৫ রানের জরিমানা৷
স্লো ওভার রেট কমাতেও বড় ভূমিকা রাখতে যাচ্ছে স্টপ ক্লক। নির্ধারিত সময়ের বাহিরে গেলেই বোলিং দলের প্রতি ওভারের জন্য প্রত্যেক ক্রিকেটারকে গুনতে হবে ম্যাচ ফি’র ৫ শতাংশ। দলের অধিনায়কের ক্ষেত্রে যা বেড়ে দাঁড়াবে দ্বিগুণ।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪: খেলবে যে ২০ দল
ক্রিফোস্পোর্টস/৬মে২৪/টিএইচ/বিটি