Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : বাংলাদেশের ম্যাচ কবে কখন?

T20 World Cup 2024: When is the Bangladesh match?
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি। ছবি- সংগৃহীত

আগামী ২ জুন মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এবারের টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আসরের উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ২০টি দল অংশ নেবে। ৫ দল করে ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। যেখানে গ্রুপ ‘ডি’ তে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।

ইতোমধ্যে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ২ জুন থেকে আসর শুরু হলেও ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

এরপর ১০ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে।

পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। দুটো ম্যাচই ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত হবে।

গ্রুপপর্বের ম্যাচগুলো চলবে ১৮ জুন পর্যন্ত৷ প্রতি গ্রুপ থেকে দুটি করে দল অংশগ্রহণ করবে সুপার এইটে৷ সেখান থেকে চারটি দল সেমিফাইনাল এবং ২৯ জুন দু’টি দলের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি:

তারিখদল ভেন্যু বাংলাদেশ সময় 
৮ জুনশ্রীলঙ্কা বনাম বাংলাদেশডালাসভোর ৬টা ৩০
১০ জুনদক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশনিউ ইয়র্করাত ৮টা ৩০
১৩ জুনবাংলাদেশ বনাম নেদারল্যান্ডসসেন্ট ভিনসেন্টরাত ৮টা ৩০
১৭ জুনবাংলাদেশ বনাম নেপালসেন্ট ভিনসেন্টভোর ৫টা ৩০

 

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : এক নজরে পূর্ণাঙ্গ সময়সূচি 

ক্রিফোস্পোর্টস/১৪মে২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট