Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : নজরে তরুণ যে ক্রিকেটাররা

T20 World Cup 2024: Young Cricketers to Watch
উইল জ্যাকস, যশস্বী জয়সওয়াল ও রাচিন রবীন্দ্র। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে উঠতে হাতে আর এক সপ্তাহ সময়ও বাকি নেই। আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পর্দা উঠবে বিশ্বকাপের নবম আসরের। আর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসরকে ঘিরে স্পটলাইটে থাকবেন বেশ কয়েকজন উদীয়মান তারকা ক্রিকেটারেরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য পাঁচ জন – ভারতের যশস্বী জয়সওয়াল, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, ইংল্যান্ডের উইল জ্যাকস, দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবস ও আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরে তরুণ যে ক্রিকেটাররা

যশস্বী জয়সওয়াল (ভারত): আসন্ন বিশ্বকাপের মধ্য দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মত ভারতের হয়ে আইসিসির কোন ইভেন্টের খেলবেন জয়সওয়াল। বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে জুটি গড়ার জোর সম্ভাবনা রয়েছে তার। ২০২৩ সালে উইন্ডিজদের বিপক্ষে টেস্ট অভিষেকে ১৭১ রান করে শুরুতেই হইচই ফেলে দিয়েছিলেন এই তরুণ ব্যাটার।

জাতীয় দলে এখন পর্যন্ত জয়সওয়াল ৯ টেস্ট ও ১৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আর ২০২৪ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ১৫ ইনিংসে ১৫৫ স্ট্রাইক রেটে ৪৩৫ রান তুলেছেন তিনি। আসরে ১ সেঞ্চুরি ও ১ হাফ সেঞ্চুরিতে মৌসুমটা মোটামুটি কাটিয়েছে এই উইকেটরক্ষক ব্যাটার। তাই বিশ্বকাপে এই তরুণের উপর আলাদা করে নজর থাকবে।

রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড): ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে কিউইদের হয়ে ভারতে এসে চমক দেখিয়ে গেছেন রাচিন রবীন্দ্র। পুরো আসরে ৩ শতক ও ২ অর্ধ শতক হাঁকিয়ে চতুর্থ সর্বোচ্চ ৫৭৮ রান সংগ্রহ করেছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত।

এবারের আইপিএলে সুযোগ পান চেন্নাই সুপার কিংসের হয়ে, যদিও ধোনির দলের হয়ে ১০ ম্যাচে আহামরি কিছু করে দেখাতে পারেননি। এরপরও ২২ গড়ে ১৬০ স্ট্রাইক রেটে ২২২ রান করেন এই কিউই অলরাউন্ডার। তার উপরও ২০২৩ এর পর আসন্ন বিশ্বকাপেও পাখির চোখ করে থাকবে সবাই।

উইল জ্যাকস (ইংল্যান্ড): আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন উইল জ্যাকস। সদ্য শেষ আসরটিতে খুব ভালো ছন্দেও ছিলেন এই ইংলিশ অলরাউন্ডার। ৮ ম্যাচ খেলে ৩২.৮৬ গড়ে মোট ২৩০ রান করেন তিনি। ১৭৫.৫৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করা এই ব্যাটিং অলরাউন্ডার গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪১ বলে ১০০ রানের একটি ইনিংসও খেলেছেন।

এই খেলোয়াড়ের জাতীয় দলে অভিষেক হয় ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে। ইংলিশদের হয়ে এখন পর্যন্ত ২০ ওভারের খেলায় ১২ ম্যাচে ২১৮ রান করেছেন ২৫ বছর বয়সী জ্যাকস।

ট্রিস্টান স্টাবস (দক্ষিণ আফ্রিকা): দিল্লি ক্যাপিটালসের হয়ে চলতি আসরে ভালোই আলো ছড়িয়েছেন প্রোটিয়া ক্রিকেটার ট্রিস্টান স্টাবস। ১৩ ইনিংসে ৫৪ গড়ে মোর ৩৭৮ রান করেন এই ক্রিকেটার। সঙ্গে ৩ টি অর্ধ শতক হাঁকানো এই ব্যাটারের স্ট্রাইক রেট ছিল ১৯০।

Tristan Stubbs

ট্রিস্টান স্টাবস। ছবি- সংগৃহীত 

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাজে সময় কাটানো দক্ষিণ আফ্রিকার হাল ধরতে পারবেন বলে সকলের বিশ্বাস। জাতীয় দলের হয়েও স্টাবসের বেশ ভালো রেকর্ড রয়েছে।

রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান): কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা ২২ বছর বয়সী গুরবাজ নিজেকে মেলে ধরার খুব একটা সুযোগ পাননি। কেননা গ্রুপ পর্বের পুরো সময়টায় ইংলিশ উইকেটরক্ষক ফিল সল্ট দুর্দান্ত খেলে যাওয়ায় আর সুযোগ হয়নি গুরবাজের। তবে শেষ তিন ম্যাচে সল্টের অনুপস্থিতিতে একাদশে সুযোগ পান এই আফগান। আর এই সুযোগের সদ্ব্যবহার করেছেন আইপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে।

Rahamanullah Gurbaz

রহমানুল্লাহ গুরবাজ। ছবি- সংগৃহীত 

ফাইনালে উইকেটের পেছন থেকে ৩ উইকেটের সঙ্গে ব্যাট হাতে ৩৯ রান করেন। ২০২৩ বিশ্বকাপেও আফগান দলের গুরুত্বপূর্ণ এই সদস্যের প্রতি আসন্ন বিশ্বকাপেও দলের অনেক প্রত্যাশা থাকবে তা বলাই যায়।

আরও পড়ুন: বাংলাদেশের ক্রিকেটে দায়িত্ব পাচ্ছেন পাকিস্তানের সাবেক এই তারকা? 

ক্রিফোস্পোর্টস/২৯মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট