আর দুদিন পড়েই পর্দা উঠবে ক্রিকেট বিশ্ব মহারণের। যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪। প্রথম বারের মতো ২০ দলের বহর নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক এ আসর।
দীর্ঘ এক মাস ক্রিকেটভক্তরা চোখ রাখবেন মাঠের লড়াইয়ে। সেইসঙ্গে নজর থাকবে বিভিন্ন পরিসংখ্যান ও নতুন রেকর্ডের দিকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪—এ হাতছানি দিচ্ছে যত রেকর্ড
» ২০১৪ বিশ্বকাপে বিরাট কোহলির করা ৩১৯ রান এক বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ড।
» উইকেটের হিসেবে বিশ্বকাপে শীর্ষে আছেন শ্রীলঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন :
» বাংলাদেশ-চাইনিজ তাইপের ম্যাচসহ আজকের খেলা (৩১ মে ২৪)
» হিলসবরো ট্র্যাজেডি: লিভারপুলের যে ক্ষত আজও শুকায়নি
» টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৩টি ক্যাচ নিয়ে সবার উপরে আছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। ২১টি ক্যাচ নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। এছাড়া ভারতের রোহিত শর্মা ও অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল নিয়েছেন সমান ১৬টি করে ক্যাচ। এবার এই রেকর্ডটি ভাঙতে পারে।
» ক্রিকেটের বিশ্ব আসরে তিন ফরম্যাটে টানা জয় নেই কোনো দলের। এবার অস্ট্রেলিয়ার সামনে সেই রেকর্ড গড়ার সুযোগ আছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এওয়নডে বিশ্বকাপ জিতে নিয়েছেন তারা। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে নতুন রেকর্ড গড়োবে অজিরা।
» টি-টোয়েন্টি বিশ্বকাপে ১১১টি চার মেরে সবচেয়ে বেশি চার মারার রেকর্ড রয়েছে লঙ্কান সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনের। তবে এবার তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। ১০৩টি চার মেরে তালিকায় দুই নম্বরে আছেন বিরাট।
» ২০ দলের বিশ্বকাপ এবারই প্রথম। এসরটি মাঠে গড়ালে এটি হবে ক্রিকেটের সব সংস্করণ হিসেবে সবচেয়ে বেশি দেশের বিশ্বকাপ।
ক্রিফোস্পোর্টস/৩১মে২৪/এসএ