Connect with us
ক্রিকেট

বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ, শুরু হলো ক্ষণগণনা

বাংলাদেশে বিশ্বকাপের ক্ষণগণনা শুরু। ছবি- বিসিবি

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নবম আসর। পুরুষদের বৈশ্বিক এই টুর্নামেন্ট চলাকালেই বাংলাদেশে শুরু হয়ে গেল আরও একটি বিশ্বকাপের ক্ষণগণনা। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হতে বাকি আর মাত্র ১০০ দিন। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ডিজিটাল ঘড়িতে টুর্নামেন্টের কাউন্ট ডাউন।

আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশের মাটিতে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামবে ২০ অক্টোবর। বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরু হতে আর বাকি ১০০ দিনেরও কম সময়। সেই কাউন্ট ডাউন উপলক্ষ্যে গতকাল (মঙ্গলবার) মিরপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বাংলাদেশের নারী ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে মিরপুর ও সিলেটের দুটি স্টেডিয়াম। ফাইনাল ম্যাচ ও একটি সেমিফাইনাল সহ ১২ ম্যাচ আয়োজিত হবে মিরপুরের মাঠে, বাকি ১১ টি গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১০টি দলের এই টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো।

‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাইপর্বের একটি দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাছাইপর্ব পার করে আসা এক দল।

আসন্ন বিশ্বকাপে অনুষ্ঠিত হবে সর্বমোট ২৩ ম্যাচ। বিশ্বকাপের মূল ম্যাচগুলো মিরপুর ও সিলেটের স্টেডিয়ামে হলেও প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে বিকেএসপির মাঠ। এর আগে ২০১৪ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ।

আরও পড়ুন: এশিয়া কাপের উদ্বোধনী দিনেই ভারত-পাকিস্তান ম্যাচ

ক্রিফোস্পোর্টস/২৬জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট