কানাডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে গতকাল (২ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠছে। প্রথমবারের মতো ২০ দলের অংশগ্রহণে আয়োজিত হচ্ছে এবারের টুর্নামেন্ট। যে কারণে প্রাইজমানিতেও থাকছে পরিবর্তন। গত আসরের তুলনায় এবারের আসরের প্রাইজমানি প্রায় দ্বিগুণ বেড়েছে।
আজ সোমবার (৩ জুন) চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি অংশগ্রহণকারী সবগুলো দলের জন্যই প্রাইজমানি রাখা হয়েছে।
এবারের আসরে প্রাইজমানি রাখা হয়েছে ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩২ কোটি টাকা। অন্যদিকে ২০২২ আসরে প্রাইজমানি ছিল এর অর্ধেক ৫.৬ মিলিয়ন মার্কিন ডলার বা ৬৫ কোটি টাকা।
এ আসরে চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার বা ২৯ কোটি টাকা। আর রানার্সআপ দল পাবে ১.২৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় সাড়ে ১৫ কোটি টাকা।
সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ মার্কিন ডলার বা ৯ কোটি ২৪ লাখ টাকা করে এবং সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে ২ লাখ ৮২ হাজার ৫০০ মার্কিন ডলার বা ৪ কোটি ৫০ লাখ টাকা করে পাবে।
সুপার এইটের বাইরে ৯ থেকে ১২ নম্বরে থাকা দলগুলো পাবে ২ লাখ ৪৭ হাজার ৫০০ মার্কিন ডলার বা ২ কোটি ৯০ লাখ টাকা করে এবং ১৩ থেকে ২০ নম্বরে থাকা দলগুলো ২ লাখ ২৫ হাজার মার্কিন ডলার ২ কোটি ৬৪ লাখ টাকা করে পাবে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফুটবলার ভিনিসিয়ুস, সেরা তরুণ বেলিংহাম
ক্রিফোস্পোর্টস/৩জুন২৪/বিটি