বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি তাবিথ আউয়াল। বাফুফে নির্বাচনে সভাপতি পদে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী এফ এম মিজানুর রহমান পেয়েছেন মাত্র ৫ ভোট।
আজ শনিবার (অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সদস্য পদে ভোট হয়েছে। সবমিলিয়ে ২০ পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ছিল ৪৫ জন।
এ নির্বাচনে ভোট দেওয়ার কথা ছিল ১৩৩ জন কাউন্সিলরের। তবে তার মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। বাকী ৫ জন অনুপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
» প্রথমবার এল ক্লাসিকো খেলবেন এমবাপ্পে: যা বললেন রিয়াল কোচ
ভোটগ্রহণের সময় শেষ হওয়ার পর ভোট গণনা শুরু হয়। ভোট গণনার পর সভাপতি পদে মিজানুর রহমানের চেয়ে ১১৮ ভোট বেশি পান তাবিথ। এরপর তাকে আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন। ২০২৮ সাল পর্যন্ত বাফুফে সভাপতির দায়িত্ব পালন করবেন তাবিথ।
এর আগেও দুই মেয়াদে বাফুফেতে কাজ করেছেন তাবিথ। ২০১২ এবং ২০১৬ সালের নির্বাচনে টানা দুইবার সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন তিনি।
এদিকে সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন শাহরিয়ার জাহেদী, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরেফ ও ফাহাদ করিম। ১১৫ ভোট পেয়ে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাহরিয়ার জাহেদী। ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ১০৮ ভোট পেয়ে দ্বিতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন।
সাব্বির আরেফ ৯০ ভোট পেয়ে তৃতীয় ও ফাহাদ করিম ৮৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ইমরুল হাসান।
ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৪/বিটি