Connect with us
ফুটবল

বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন তাবিথ আওয়াল

Tabith Awal will participate in the BFF election for the post of president
তাবিথ আওয়াল। ছবি- সংগৃহীত

চার মেয়াদে দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন কাজী সালাউদ্দিন। অবশেষে বাফুফে থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন এই সাবেক ফুটবলার। বাফুফের আসন্ন সভাপতি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে তিনি।

আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে বাফুফের সভাপতি নির্বাচন। ইতোমধ্যে এই নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। এবার তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফের সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা দেন তাবিথ আউয়াল। এই সাবেক ফুটবলার বলেন, ‘আসন্ন বাফুফে নির্বাচনে আমি সভাপতি পদে নির্বাচন করবো। ফুটবলের সঙ্গে যারা যুক্ত আছেন, সকলের সহযোগিতা কামনা করছি। নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করার পর এটার আনুষ্ঠানিকতা হবে।’

আরও পড়ুন:

» ম্যাচসেরা হয়েও অশ্বিনকে শুনতে হলো স্ত্রীর ‘অনুযোগ’

» শেষ মুহূর্তে গোল, পয়েন্ট ভাগাভাগি করল বাংলাদেশের যুবারা 

এর আগে দুই মেয়াদে বাফুফের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তাবিথ। ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ২০২০ তৃতীয়বারের মতো সহ-সভাপতি পদে নির্বাচন করে পরাজিত হন। এবার নির্বাচন করতে যাচ্ছেন সভাপতির পদে।

এবারের এবারের নির্বাচনে জিততে আশাবাদী তাবিথ। তিনি বলেন, ‘আমি সর্বশেষ তিনটি নির্বাচনে অংশগ্রহণ করেছি। এবার চতুর্থবারের মতো লড়তে যাচ্ছি। আর এবার সভাপতি পদে। আমি আশাবাদী এবার জয়ী হবো।’

এছাড়া তাবিথ নির্বাচিত হলে ফুটবলকে অনেক আগিয়ে নিয়ে যাবেন বলেও আশ্বাস দিয়েছেন, ‘আমি সভাপতি হলে খেলার মাঠে অনেক দেখা যাবে। আশা করি দেশের ফুটবলকে আমি আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব।’

ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল