Connect with us
ক্রিকেট

বকেয়া বিপিএলের পারিশ্রমিক, রংপুরকে লজ্জা দিলেন তাহির

Imran Tahir_GAW
ইমরান তাহির। ছবি- সংগৃহীত

চলছে বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি নিয়ে গঠিত গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসর। এবারের আসরে অংশগ্রহণ করেছে পাঁচটি দেশের পাঁচটি ফ্রাঞ্চাইজি। যেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টে টানা দুই ম্যাচে হারের পর নিজেদের তৃতীয় ম্যাচে এসে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি।

তবে এদিন ম্যাচ শুরুর আগে ঘটে গেছে এক লজ্জাজনক ঘটনা। টস করার সময় রংপুর রাইডার্সের সমালোচনা করেন গায়ানা অ্যামাজন ওরিয়র্সের অধিনায়ক ইমরান তাহির।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন ইমরান তাহির। তবে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ ইমরান তাহিরের সঙ্গে করা চুক্তির পুরো অর্থ এখনো পরিশোধ করেনি। ফলে সেই পুরোনো ঘটনাকে মনে করিয়ে রংপুর রাইডার্সের নামে অভিযোগ করেছেন এই প্রোটিয়া ক্রিকেটার।

আরও পড়ুন:

» টি-টোয়েন্টিতে রেকর্ডবুক ওলটপালট, এক ম্যাচেই ৩৭ ছক্কা ও ৩৪৯ রান!

» রাব্বীর ম্যাজিক্যাল বোলিংয়ে বিশ্বমঞ্চে রংপুরের প্রথম জয়

এসময় তাহির বলেন, ‘গায়ানার হয়ে এই ম্যাচটি জেতা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমি ব্যক্তিগতভাবেও নিজের জন্য ম্যাচটি জিততে চাই। কারণ আমি গত আসরে রংপুরের হয়ে বিপিএলে খেলেছিলাম, কিন্তু তাঁরা আমাকে চুক্তির পুরো এখনও অর্থ শোধ করেনি।’

এসময় তিনি আরও বলেন, ‘রংপুরের দেখে শেখা উচিত গায়ান কতটা তাদের থেকে সম্মান পাওয়ার যোগ্য। মূলত গায়ানা তাদের থেকে কত ভালো সেটা প্রমাণ হয়ে গেছে। গায়ানাকে ধন্যবাদ রংপুরকে আমন্ত্রণ করে আনার জন্য। এখানে তাদের স্থানীয় খেলোয়াড়রাও এসেছেন ফলে তাঁরা নতুন কিছু শিখতে পারবে।’

গত আসরের বিপিএলে রংপুরের হয়ে ইমরান তাহির খেলেছিলেন মাত্র দুই ম্যাচ। এরপর বিপিএল ছেড়ে অন্য একটি ফ্রাঞ্চাইজি লিগে খেলতে চলে যান এই তারকা। এরপরও চুক্তির পুরো টাকা না পাওয়ার অভিযোগ করেন এই প্রোটিয়া স্পিনার।

ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট