দ্বিতীয় বাংলাদেশি হয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট নেওয়ার স্বাদ গ্রহণ করলেন তাইজুল ইসলাম। মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটজকে বোল্ড করে এ নজির গড়লেন তিনি। এ মাইলফলক স্পর্শ করতে ৪৮ টি ম্যাচ খেলেছেন বাঁ-হাতি এই স্পিনার।
তাইজুলের আগে বাংলাদেশের হয়ে ২০০ উইকেট নেওয়ার স্বাদ গ্রহণ করেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সাকিবকে একটি জায়গায় ছারিয়ে গেছেন তাইজুল। টেস্টে ২০০ উইকেট তিনি পেয়েছেন ৪৮তম টেস্টে। সাকিবের ২০০ উইকেট পেতে লেগেছিল ৫৪ টেস্ট। অর্থাৎ বাংলাদেশের হয়ে দ্রুততম ২০০ উইকেট শিকার করার রেকর্ড গড়লেন এই অফ স্পিনার।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সবার শীর্ষ আছেন সাকিব। ৭১ ম্যাচে খেলে ২৪৬ শিকার করেছেন তিনি। এর পরেই আছেন দ্রুততম ২০০ উইকেট নেওয়া তাইজুল। ৪৮ ম্যাচ খেলে ২০১* উইকেট নিজের ঝুলিতে ভরেছেন তিনি। এ তালিকায় তৃতীয় অবস্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডার ৪৭ ম্যাচে মাঠে নেমেছে নিয়েছেন ১৮৩ উইকেট। ১০০ ও ৭৮ উইকেট নিয়ে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন মোহাম্মদ রফিক এবং মাশরাফি বিন মুর্তজা।
উল্লেখ্য, মিরপুর টেস্টে প্রথম দিনে মাত্র ১০৬ রানে অলউইকেট হয়েছে বাংলাদেশ। অল্প রানে গুটিয়ে যাওয়ার পর সফরকারী দক্ষিণ আফ্রিকাকে আটকে রাখার কাজটা ভালোভাবেই সামলাচ্ছেন তাইজুলরা। যদিও প্রোটিয়া বাহিনী এরই মধ্যে লিড নিয়ে ফেলেছে, তবে ১০৮ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে তারা। এর মধ্যে ৫ উইকেটই শিকার করেছেন তাইজুল।
আরও পড়ুন: মিরপুরে অনন্য কীর্তির মালিক রাবাদা
ক্রিফোস্পোর্টস/২১ অক্টোবর ২৪/এইচআই