দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে অবশেষে সে সুযোগ আর পাননি এই টাইগার অলরাউন্ডার। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটের বড় নাম সাকিব। এবার এই ঘরেই সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে তাইজুল ইসলামের সামনে।
ঘরের মাঠে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৬৩ উইকেট শিকার করেছিলেন সাকিব আল হাসান। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ থেকে শুরু হাওয়া ম্যাচের আগেই এ রেকর্ড ভাঙার হাতছানি দেখা দিয়েছে তাইজুলের। আর মাত্র ৭ উইকেট তুলে নিতে পারলেই নিজেদের হোম ভেন্যুতে সর্বাধিক উইকেট শিকারি হবেন তিনি।
ঘরের মাঠে তাইজুল ইসলামের বর্তমান উইকেট সংখ্যা ১৫৭। দক্ষিণ আফ্রিকা সিরিজের দুই টেস্টে দলে স্পিনে মূল ভরসা হিসেবে খেলবেন তাইজুল। এছাড়াও সাকিব আল হাসানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নতুন আরেকটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন তাইজুল।
লাল বলে ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে রয়েছেন তিনি। এখন পর্যন্ত ১৯৬ উইকেট নিজের নামের পাশে যুক্ত করেছেন এই টাইগার স্পিরার। আর মাত্র ৪ উইকেট শিকার করলেই নতুন এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। যেই তালিকায় ২৪৬ উইকেট নিয়ে শীর্ষে সাকিব।
আরও পড়ুন:
» মিরপুর টেস্টে প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে ভুগছে বাংলাদেশ
» অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপে অনন্য নজির গড়লেন অ্যামেলিয়া
মিরপুরের এই টেস্টে আরো একটি মাইলফলক স্পর্শ করতে পারেন টাইগার ব্যাটার মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬ হাজার রান পূর্ণ করার হাতছানি রয়েছে তার। ম্যাচ শুরুর পূর্বে মুশফিকের রান সংখ্যা ছিল ৫ হাজার ৯৬১। মাত্র ৩৯ রান প্রয়োজন থাকলেও প্রথম ইনিংসের খেলায় তা করতে পারেননি মুশফিক।
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের দিনে মাত্র ১১ রান করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। তাই ৬ হাজারী ক্লাবে প্রবেশ করতে মুশফিকের এখনও প্রয়োজন ২৮ রান।
ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৪/এফএএস