গেল আট মাসে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে সকল ফরমেটে খেলে আসছে বাংলাদেশ দল। এই যাত্রায় বেশ মিশ্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে টাইগাররা। তবে অধিনায়ক শান্তর ব্যক্তিগত পারফরমেন্সের কথা বললে নিঃসন্দেহে সময়ের সাথে তা নিচের দিকে নেমে এসেছে। তাই এরই মধ্যে নেতৃত্বে দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন শান্ত।
সম্প্রতি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এমন তথ্য জানিয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজের পরেই নেতৃত্ব ছাড়তে যাচ্ছেন শান্ত। মূলত নিজের ব্যক্তিগত ব্যাটিং পারফরমেন্সের কথা চিন্তা করে দলের ভার কাধ থেকে নামাতে চান তিনি। তাই কে হবেন পরবর্তী অধিনায়ক তা নিয়ে চলছে আলোচনা।
এর মাঝে তাইজুল বললেন নেতৃত্ব নিতে প্রস্তুত তিনি। আগামীকাল দক্ষিণ আফ্রিকা বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন এই বাঁহাতি স্পিনার। সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলেন দীর্ঘদিনের ক্রিকেট ক্যারিয়ারে নেতৃত্ব দেয়ার সামর্থ্য তৈরি হয়েছে তার।
অধিনায়কত্ব গ্রহণের সুযোগ থাকলে প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে তাইজুল বলেন, ‘যেহেতু ১০ বছর ক্রিকেট খেলছি, তো পুরোপুরি তৈরী। যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। সেটা সতীর্থ হিসেবে হোক আর সেটা আমার দেশের জনগণ হোক।’
আরও পড়ুন:
» আফগানিস্তানকে শিরোপা জেতানোর নায়ক কে এই সেদিকউল্লাহ?
» আফগানিস্তানের নতুন ইতিহাস প্রথমবার ইমার্জিং কাপে চ্যাম্পিয়ন
তিনি আরও যোগ করেন, ‘আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেট আপ করবো এই পরিকল্পনায় আমি কখনও কখনও সাহায্য করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি।’
অবশ্য এখন পর্যন্ত নতুন অধিনায়ক কে হবেন সেই বিবেচনায় খুব একটা সামনে আসেনি তাইজুল ইসলামের নাম। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরমেটে মেহেদী হাসান মিরাজের কথা শোনা যাচ্ছে বিভিন্ন আলোচনায়। এছাড়াও জাতীয় দলে নেতৃত্ব দেয়া লিটন দাস আছেন লাল বলের ক্রিকেটের বিবেচনায়। শোনা যাচ্ছে তাওহীদ হৃদয় ও তাসকিন আহমেদেরও নাম।
ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৪/এফএএস