বিপিএল-২০২৫ এর উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীকে হারিয়ে দারুণ শুরু করেছে ফরচুন বরিশাল। গত আসরের ন্যায় এবারও জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার নিয়ে দুর্দান্ত এক দল গড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে বরিশালে নাম লিখিয়ে বিপাকে পড়েছে বেশকিছু দেশী ক্রিকেটার। যাদের সবাই আবার স্পিনার।
বিপিএলে এবারের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলছেন ১৫ জন দেশি ক্রিকেটার। যাদের মধ্যে ৯ জনই জাতীয় দলের ক্রিকেটার। জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, তানভীর ইসলাম, নাঈম হাসান এবং পেসার ইবাদত হোসেন চৌধুরী। এদিকে দলটির নেতৃত্ব রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
জাতীয় দলের ন্যায় শক্তিশালী স্কোয়াড গড়লেও স্বস্তিতে নেই দলটির কিছু দেশি ক্রিকেটার। নামে ভারে শক্তিশালী দলের ক্রিকেটার হলেও সেই দলের হয়ে মাঠে নামতে পারছেন না তাঁরা। এ সকল ক্রিকেটারদের মধ্যে রয়েছেন রিশাদ হোসেন, তাইজুল ইসলাম ও তানভীর ইসলাম। বরিশালের জার্সিতে উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারেননি তাইজুল ইসলাম ও রিশাদ হোসেন।
আরও পড়ুন:
» মাকে ধন্যবাদ জানালেন রোনালদো, শোনা যাচ্ছে নতুন গুঞ্জন
» বিশ্বকাপে এবারো অস্ট্রেলিয়াকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ
বরিশালের জার্সিতে মাঠে নামতে না পারলেও জাতীয় দলের জার্সিতে নিয়মিত মুখ রিশাদ হোসেন। এদিকে তাদের সঙ্গে রয়েছে জাতীয় দলে অনিয়মিত দুই স্পিনার তানভীর ইসলাম ও নাঈম হাসান। এছাড়া টেস্ট দলের নিয়মিত মুখ তাইজুলেরও জায়গা হয়নি প্রথম ম্যাচে। জাতীয় দলের জার্সিতে পারফর্ম করলেও ভারসাম্যপূর্ণ দল গোছাতে গিয়ে তাঁদেরকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বরিশালকে।
মিরপুরের চিরচেনা মন্থর পিচের যুগ কাটিয়ে বাংলার ক্রিকেট এখন ব্যাটিং সহায়ক পিচে পরিণত হয়েছে। ফলে কপাল পুড়েছে স্পিনারদের। এবারের আসরে দুইজন দেশি স্পিনার নিয়ে খেলা বরিশালের পক্ষে বলতে গেলে অসম্ভব। কারণ এমন ব্যাটিং সহায়ক পিচে দলে দুইজনের বেশি স্পিনার নিয়ে খেলা সম্ভব না। এদের মধ্য আবার স্পিন অলরাউন্ডার হিসেবে থাকছে আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী।
দেশিদের মধ্যে খেলতে পারবেন মাত্র একজন। ফলে বাকি তিন স্পিনারকে থাকতে হবে মাঠের বাইরে। যদি পিচের অবস্থার বিপরীতে গিয়েও দুইজন দেশি স্পিনার খেলান তামিম তারপরও বাকি দুইজনকে মাঠের বাইরে থেকে খেলা উপভোগ করতে হবে। এদিকে একাদশে যেকোনো দুইজন স্পিনারের সঙ্গে বোলিং ইউনিট সামলাবেন তিন পেসার। তাঁরা হলেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ এবং বাংলাদেশের ইবাদত হোসেন চৌধুরী।
সব জায়গার পিচ এবার ব্যাটিং সহায়ক হওয়ার কারণে ঢাকার মতো সিলেট ও চট্টগ্রাম পর্বেও দুইজনের বেশি স্পিনার খেলাতে পারবে না ফরচুন বরিশাল। কিন্তু জাতীয় দলের হয়ে চারজনেরই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সামর্থ্য রয়েছে। তবে তাঁদের যথাযথ সুযোগ না পাওয়াটা দেশের ক্রিকেটের জন্য দুঃখজনক।
ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৫/এসআর/বিটি