প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের জন্য মনোনয়ন পেলেন দেশসেরা স্পিনার তাইজুল ইসলাম। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজসেরা হয়েছিলেন তাইজুল। তারই ফলস্বরূপ এবার আইসিসি থেকেও সুখবর পেলেন এই বাঁহাতি স্পিনার।
তাইজুলের পাশাপাশি ডিসেম্বরে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার দৌড়ে রয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এবং কিউই অলরাউন্ডার গ্লেন ফিলিপস। আজ (সোমবার) আইসিসির নিজস্ব ওয়েবসাইটে মনোনীত খেলোয়াড়দের নাম ঘোষণা করে ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করেন তাইজুল। এছাড়া পুরো সিরিজে মোট ১৫ টি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার।
এদিকে কিউই অলরাউন্ডার গ্লেন ফিলিপস বাংলাদেশের বিপক্ষে ব্যাট ও বল হাতে সমান তালে পারফর্ম করেন। ঢাকা টেস্টে ম্যাচ জয়ী ইনিংসের পাশাপাশি বল হাতেও ৩ টি উইকেট শিকার করেন এই অলরাউন্ডার।
এছাড়া অজি অধিনায়ক প্যাট কামিন্স পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টে দুই ইনিংসে ৫ টি করে মোট ১০ উইকেট শিকার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আরও পড়ুন: মিরপুরে অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান
ক্রিফোস্পোর্টস/০৮জানুয়ারি২৪/এমটি